পদ হারাতে পারেন একাধিক পুরপ্রধান! মমতার রিপোর্ট কার্ড ঘিরে শুরু জল্পনা

লোকসভা ভোটের ফলাফলের (Mamata Banerjee) নিরিখে রাজ্যের সিংহভাগ পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ, এটা স্পষ্ট যে পুরপরিষেবা নিয়ে ক্ষোভ রয়েছে জনগণের মধ্যে। আর দু’বছর বাদেই…

Mamata Banerjee ordered TMC councilors and policemen to stop greed for hawkers ,

লোকসভা ভোটের ফলাফলের (Mamata Banerjee) নিরিখে রাজ্যের সিংহভাগ পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ, এটা স্পষ্ট যে পুরপরিষেবা নিয়ে ক্ষোভ রয়েছে জনগণের মধ্যে। আর দু’বছর বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। পুর এলাকার ভোট পুনরুদ্ধারে এবার মাঠে নামলেন স্বয়ং মমতা (Mamata Banerjee) । জানিয়ে দিলেন কোন কোন পুরসভার পারফরম্যান্স খারাপ।

সোমবার নবান্ন সভাঘরে পুরসভাগুলির চেয়ারম্যান, পুরনিগমগুলির মেয়র এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে পুরপরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দেন মমতা। দাপুটে নেতা, মন্ত্রী, বিধায়কদের নাম করে ‘বকাঝকা’ করেন তিনি। একই সঙ্গে কোন পুরসভার পারফরম্যান্স কেমন, সেই তালিকাও সামনে আনেন।

   

পানীয় জল, আবাসন, পরিচ্ছন্নতা – এই তিনটি সূচকের ওপর ভিত্তি করে কোন পুরসভার পারফরম্যান্স ভালো, কোন পুরসভারই বা পারফরম্যান্স খারাপ, তার তালিকা দেন মমতা।

পদ হারালেন গয়াল! জেপি নাড্ডাকে বিরাট দায়িত্ব দিল বিজেপি

একনজরে মমতার তালিকা

পানীয় জল পরিষেবা ভালো – উলুবেড়িয়া, হালিশহর, বৈদ্যবাটি, কলকাতা এবং বাঁকুড়া পুরসভা।

পানীয় জল পরিষেবা খারাপ – আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বালি, বরানগর এবং শান্তিপুর পুরসভা।

আবাসনের সূচকে ভালো – উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবরা, কৃষ্ণনগর এবং মধ্যমগ্রাম পুরসভা।

আবাসনের সূচকে খারাপ – বিধাননগর, আসানসোল, কাঁথি এবং রায়গঞ্জ পুরসভা।

পরিচ্ছন্নতার নিরিখে ভালো – কলকাতা, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, উত্তর দমদম এবং নবদ্বীপ পুরসভা।

পরিচ্ছন্নতার নিরিখে খারাপ – কাঁথি, ডালখোলা, পানিহাটি এবং সিউড়ি পুরসভা।

‘নিট বাতিল…’, মোদীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতার

মমতার এই তালিকা প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন পুরসভায় তোলপাড় পড়ে গিয়েছে। চিন্তার ভাঁজ একাধিক পুরপ্রধানের কপালে। অনেকেই ভাবছেন, এই বুঝি পুরপ্রধানের পদটা চলে গেল। যদিও এই বিষয়ে মমতা সরাসরি কিছু জানাননি। কিন্তু তিনি যে একাধিক পুরসভার পারফরম্যান্সে যথেষ্ঠ অখুশি, তা স্পষ্ট করে দিয়েছেন।