Mamata Banerjee: রাহুলের সফরের মাঝেই মালদায় ফের জোট বিরোধী বার্তা দিলেন মমতা

বিহার থেকে মালদায় ঢুকেই রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার বিতর্ক তুলে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিশানা করেছেন তৃ়নমূলকে। তিনি বলেন, ‘বুঝে নিন, কে ভাঙতে…

Mamata Banerjee: রাহুলের সফরের মাঝেই মালদায় ফের জোট বিরোধী বার্তা দিলেন মমতা

বিহার থেকে মালদায় ঢুকেই রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার বিতর্ক তুলে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিশানা করেছেন তৃ়নমূলকে। তিনি বলেন, ‘বুঝে নিন, কে ভাঙতে পারে।’ তৃণমূল সরকার কেন নিরাপত্তা দেয়নি এমনই অভিযোগ কংগ্রেসের। এরই মাঝে মালদায় সফর করে মুখ্যমন্ত্রী ও তৃ়নমূল নেত্রী মমতা ফের বললেন কংগ্রেসের সাথে সমঝোতা নেই।

মালদায় প্রশাসনিক সভামঞ্চ থেকেই সরাসরি কংগ্রেসকে নিশানা করেন মমতা। তিনি বলেন ‘মালদায় পরপর দুটো আসনে ওরা জিতেছে। ভোটে জিতে আপনাদের জন্য কী করেছে কংগ্রেস? বিজেপির হাত শক্তিশালী করার জন্য লড়বে কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়ছে।’

বিহারের কাহিহার থেকে মালদার ভালুকায় আসার পরেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দেশজুড়ে শোরগোল। মণিপুর থেকে শুরু করে উত্তর পূর্বের একাধিক রাজ্য ঘুরে অসমে এসে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বিশৃঙ্খলা ছড়ানোর ক্ষেত্রে অভিযুক্ত হয়েছে। বিজেপি শাসিত অসম সরকার রাহুল গান্ধীর বিরুদ্ধে সিআইডি তদন্ত করছে। এবার তৃণমূল শাসিত রাজ্য পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রায় ‘হামলার’ অভিযোগ। যদিও কংগ্রেসের সঙ্গে একইসাথে ইন্ডিয়া জোটে আছেন মমতা।

Advertisements

মালদায় তৃণমূল নেত্রীর কটাক্ষ, তিনি বলেন, ‘মালদায় কংগ্রেস লোকসভার আসনে জিতে কী করেছে? আমরাও এখানে লড়ব। বিজেপি, সিপিএমকে সুবিধা করে দিতে লড়ছে কংগ্রেস।’ তিনি বলেন, ‘অনেক দল আছে যারা ভোট এলেই কোকিলের মতো ডাকে। শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারের জন্য এরা আছে। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরাই বিজেপির বিরোধিতা করতে পারি।’