Mamata Banerjee: ‘অভিষেককে খুন করার চক্রান্ত হয়েছে’, বিস্ফোরক মমতা

এবার ‘কেষ্ট’ গড় বীরভূমে লোকসভা ভোটের প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মঙ্গলবার লোকসভা ভোটে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে তারাপীঠে জনসভা…

Mamata Banerjee: 'অভিষেককে খুন করার চক্রান্ত হয়েছে', বিস্ফোরক মমতা

এবার ‘কেষ্ট’ গড় বীরভূমে লোকসভা ভোটের প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মঙ্গলবার লোকসভা ভোটে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে তারাপীঠে জনসভা করলেন মমতা। তিনি জানালেন, ‘কেষ্ট ও তাঁর মেয়েকে জোর করে জেলে রাখা হয়েছে। ভোট মিটলেই কেষ্টকে ছেড়ে দেবে।’ সেইসঙ্গে মমতা জানালেন, অভিষেককে (Abhishek Banerjee) খুন করতে গিয়েছিল কেউ কেউ। তাঁর অভিযোগের তির বিজেপির দিকে।

Advertisements

তিনি আরও বলেন, ‘ভয় দেখানোর খেলা চলছে। শতাব্দী রায়, অসিত মালকে হুমকি দেওয়া হয়েছে। একজন বললো বোমা ফাটাবো। ওদিকে অভিষেকের বাড়ির আমনে রেকি করেছে, গুলি চালিয়ে পালিয়ে যেত। যদি ভোটে জিতবেই তাহলে এত ভয় পাওয়ার কী আছে। শীতলকুচিতে ৫ জনকে গুলি করে মারা হয়েছিল। অভিষেককে খুন করার চক্রান্ত হয়েছে।

Advertisements
   

মমতা বলেন, ‘সিএএ এনআরসি নিয়ে খেলা চলছে। বিজেপি সবার অধিকার কেড়ে নেবে।’ এদিন বিজেপিকে চ্যালেঞ্জ করে মমতা জানান, ‘২০২৪ সালে বিধানসভা ভোতে হারের পর একটা টাকাও দেয়নি কেন্দ্র। সেটা শ্বেতপ্রকাশ করে বলুক কেন্দ্র। ভারতের গণতন্ত্রকে লজ্জাজনক জায়গায় নিয়ে গেছে মানুষকে আর বোকা বানিয়ে ভোট লুট করা যাবে না। সিপিএম-কংগ্রেসের হাত ধরেছে বিজেপি। মূলত সংখ্যালঘূ ভোট কাটতে সিপিএম ও কংগ্রেসের হাত ধরেছে বিজেপি।’