কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যে ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি এই রায় মেনে নেওয়ার বিরুদ্ধে সরব হন এবং শর্তসাপেক্ষে বিচারব্যবস্থার প্রতি সম্মান জানালেও, তিনি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেন। (Mamata Banerjee reaction)
বিকাশবাবু পৃথিবীর বৃহত্তম আইনজীবী Mamata Banerjee reaction
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিকাশবাবু পৃথিবীর বৃহত্তম আইনজীবী। তাঁকে নোবেল দেওয়া উচিত। আমি তাঁর জন্য রেকমেনডেশন পাঠাব।” তিনি আরও জানান, যাদের চাকরি গেছে, তাদের ভবিষ্যত নিয়ে তিনি উদ্বিগ্ন। “এই রায়ের ফলে রাজ্যে ২৬ হাজার চাকরি চলে গেছে। তাঁদের ভবিষ্যত কী হবে, তা নিয়ে আমি চিন্তিত,” বলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেন, যিনি অভিযোগ তুলেছেন, “অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি চলে গিয়েছে।” মুখ্যমন্ত্রী বলেন, “যখন আপনারা প্রথম কেস করেছিলেন, তখন কি ভাবলেন না, কারা যোগ্য আর কারা অযোগ্য? সরকারকে তো চিন্তা করার সুযোগই দিলেন না।” তিনি আরও বলেন, “আমার তো এক লক্ষ পদ এখনও ফাঁকা রয়েছে। শুধু এই কেসের জন্য কিছু করা সম্ভব হয়নি, কারণ এটি তখন বিচারাধীন ছিল।”
চিরকূটে চাকরি দিয়েছিল সিপিএম Mamata Banerjee reaction
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকেও তীব্র ভাষায় বিঁধেছেন। তিনি বলেন, “২০০৭ সালে সিপিএম কী করেছিল? চিরকূটে চাকরি দিত। গণশক্তির রিপোর্টারদের স্ত্রীদের চাকরি দিয়েছিল চিরকূটে। তার তদন্ত হয়নি কেন?”
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “আমার কাজ সওয়াল করা, আইন ও সংবিধানকে তুলে ধরা। সেই কারণে আমি এই কাজটি করেছি।” তিনি বলেন, “যারা দুর্নীতি করেছে, তাদের কথা না ভেবে, আমাকে দায়ী করা হচ্ছে। তারা লক্ষ্যভ্রষ্ট।”
এদিকে, রাজ্য সরকারের পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের রায়ের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চাকরি হারানো ২৬ হাজার মানুষের ভবিষ্যত এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সরকার কী পদক্ষেপ নেবে, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে।
West Bengal: Supreme Court cancels 26,000 jobs in Bengal; CM Mamata Banerjee criticizes verdict and expresses concern for affected workers. Calls for urgent action while addressing political and legal implications. Heated remarks on opposition and judiciary.