ডিমে আত্মনির্ভর হচ্ছে বাংলা! ডিম-প্রেমীদের জন্য বড় সুখবর মমতার

আজকাল নবান্নের সভাঘরে (Mamata Banerjee Nabanna)মুখ্যমন্ত্রী বৈঠক ডাকলেই সরকারের আমলা থেকে তৃণমূলের নেতা-নেত্রী সবার মধ্যেই একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ লোকসভা ভোটের পরেই একদম…

আজকাল নবান্নের সভাঘরে (Mamata Banerjee Nabanna)মুখ্যমন্ত্রী বৈঠক ডাকলেই সরকারের আমলা থেকে তৃণমূলের নেতা-নেত্রী সবার মধ্যেই একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ লোকসভা ভোটের পরেই একদম যেন অন্যরূপে প্রশাসন সামলাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন ক্ষেত্রে একাধিক অভিযোগ, সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প এবং রাস্তাঘাটের টেন্ডারের দুর্নীতির অভিযোগ বরাবরই ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতার এতটা কড়া মনোভাব সাম্প্রতিক সময়ে দেখা যায় নি। তবে এবার সেই সভা থেকেই ‘ডিম’ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Nabanna)।

   

বৃহস্পতিবারে সেরকমই প্রশাসনিক সভা ছিল নবান্নের সভাঘরে (Mamata Banerjee Nabanna)। আর সেখানেই ডিসেম্বরে ডিম স্বাধীনতা এবং কালো পাথর, এই দুই নিয়েই নিজের বক্তব্য জানলেন মুখ্যমন্ত্রী। আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন হকার উচ্ছেদের প্রসঙ্গেই চলে আসে ডিমেরও প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর বক্তব্য , সাধারণ মানুষের যাতে খাওয়া-দাওয়ার কোন অসুবিধা না হয়, সেই দিকটা দেখতে হবে।

Ghatal Recruitment Scam: নিজের ভরসার আপ্তসহায়কই ‘সলিড কেস’ খাইয়ে দিল দেবকে?

ওই চত্বরে চার-পাঁচটি মা ক্যান্টিন করে দেওয়ার সাজেশনও দেন তিনি। সেই সঙ্গে তার বক্তব্য ৫ টাকার ডিম ভাতে গরিব মানুষের অনেক উপকার হবে। এর পরপরই মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেন ডিম নিয়ে। কলকাতা শহরে আরও ৫০০টি মা ক্যান্টিন চালানোর সামর্থ্য তাঁদের আছে বলে জানান। কিন্তু এত মা ক্যান্টিনের ডিমের যোগান কি করে দেওয়া যাবে এটাও একটা চিন্তার বিষয়।

সেক্ষেত্রে মুশকিল আসান করেন মমতাই। তিনি ঘোষণা করে দেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ডিমের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ স্বনির্ভর হতে চলেছে। অর্থাৎ এখন যেমন হায়দ্রাবাদের দিকেই সারাটা বছর আমাদের তাকিয়ে থাকতে হয় ডিমের জন্য। তখন আর সেই অবস্থা থাকবে না। ডিমের দাম এবং জোগান দুটোই তখন আয়ত্তের মধ্যে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

 ডিম প্রিয় বাঙালিদের কাছে এই খবর সত্যিই একটা বড় সুসংবাদ বলে মনে করা হচ্ছে। অনেকে আবার মজা করে একে ডিসেম্বরের ডিম স্বাধীনতাও বলছেন। তবে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাজের প্রশংসাও করেন। এমনিতেই বাজারে মাঝে মাঝেই ডিমের দাম মাত্রতিরিক্ত ভাবে বেড়ে যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সেক্ষেত্রে আমজনতা কে কিছুটা হলেও রেহাই পাওয়ার স্বপ্ন দেখাবে।

কলকাতার ঐতিহ্য ঘোড়ার গাড়ি বন্ধের আবেদন, মমতাকে চিঠি বিজেপির বাঙালি নেত্রীর

রাস্তাঘাট এর ক্ষেত্রেও পাথর নিয়ে কড়া সাজেশন মুখ্যমন্ত্রীর। কম দামি সাদাটে পাথর দিয়ে রাস্তা তৈরি তাঁর একেবারে না-পসন্দ। কালো শক্ত ভালো কোয়ালিটির গ্রানাইট রাস্তা তৈরীর ক্ষেত্রে ব্যবহার করতেই হবে, এমনই নির্দেশ মুখ্যমন্ত্রীর। তার মতে জিনিসপত্রের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে, পার্টি ফান্ডের টাকা চাইনা তাঁর। প্রয়োজনে জনসাধারণের কাছ থেকে ভিক্ষে করে পার্টি চালাবেন তিনি। কিন্তু টেন্ডারে দুর্নীতি করে বা নিম্নমানের জিনিসপত্র দিয়ে কাজ করে বেশী লাভের ভাগ, তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। তাঁর আরও বক্তব্য, যে সমস্ত ঠিকাদার বা আধিকারিকরা এই সমস্ত দুর্নীতি করে, তারাই সবথেকে বেশি সরকারের বিরুদ্ধে কথা বলে।

রাজনৈতিক মহলের মতে লোকসভায় রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলে লক্ষণীয়ভাবে তৃণমূলের ভোট কমে যাওয়াটা হালকা ভাবে নিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৩ বছরের উপর সরকার চালানোর পর আবারও নতুন করে ঘুঁটি সাজাতে হচ্ছে তাঁকে। আর তাই সেখানে সাদাকে সাদা আর কালোকে কালো বলতে কোনরকম রেয়াত করছেন না মুখ্যমন্ত্রী।