কলকাতা: মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সোমবার দুপুরে হেলিকপ্টারে করে জেলার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজোলা থেকে কপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রী জানান, তিনি ধুলিয়ান ও সুতি সফরে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন ও সবরকম সাহায্য করবেন।
ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তি
গত মাসে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা ঘিরে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ, ধুলিয়ান ও সুতিতে ব্যাপক অশান্তি ছড়ায়। সেই ঘটনায় প্রাণ হারান হরগোবিন্দ দাস, তাঁর পুত্র চন্দন দাসসহ তিনজন। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেও, হরগোবিন্দ ও চন্দনের পরিবার সেই টাকা নিতে অস্বীকার করে। বর্তমানে তারা কলকাতার বিধাননগরে অবস্থান করছেন এবং হাই কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা তা দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু কেউ যদি সেই টাকা না নিতে চায়, সেটা তো আমাদের হাতে নেই।”
বিজেপির প্ররোচনার অভিযোগ Mamata Banerjee Murshidabad Visit
বিরোধীদের অভিযোগ, নিহত পরিবারদের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। শাসকদলের একাংশের দাবি, গোটা বিষয়টির পেছনে বিজেপির প্ররোচনা থাকতে পারে। প্রসঙ্গত, ঘটনার কিছুদিন পরেই ধুলিয়ানে পৌঁছেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিহত পরিবারকে ব্যক্তিগতভাবে ২০ লক্ষ টাকা করে সাহায্য করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
তবে মুখ্যমন্ত্রী জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই অশান্তি চলাকালীন মুর্শিদাবাদে যাননি। তাঁর কথায়, “যতক্ষণ না পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে, ততক্ষণ সেখানে যাওয়া উচিত নয় বলেই মনে করেছিলাম। এখন পরিস্থিতি শান্ত, তাই যাচ্ছি। এর মধ্যেই আমার নির্ধারিত কিছু সরকারি কর্মসূচি ছিল, সেগুলো শেষ করেই রওনা হয়েছি।”
বহরমপুরে প্রশাসনিক বৈঠক
মুখ্যমন্ত্রী সোমবার বহরমপুরে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। মঙ্গলবার ধুলিয়ান ও সুতি পরিদর্শন করবেন তিনি। হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করে তাঁদের কথা শুনবেন, প্রয়োজন অনুযায়ী ঘর তৈরি করে দেওয়া, ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “যাঁরা এখন সেখানে আছেন, তাঁদের সঙ্গে আমি কথা বলব। তাঁদের পাশে রাজ্য সরকার থাকবে।”
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর ঘিরে প্রশাসনিক মহলে সতর্কতা এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী বুধবার কলকাতায় ফেরার কথা তাঁর।
West Bengal: Mamata Banerjee visits Murshidabad to meet violence victims after Wakf Act protests. Families refuse compensation. Political tensions rise. Opposition alleges BJP involvement. CM emphasizes government aid.