অক্সফোর্ড থেকে এল আমন্ত্রণ! মার্চে লন্ডন যাচ্ছেন মমতা?

কলকাতা: সব কিছু থাকলে মার্চের তৃতীয় সপ্তাহেই লন্ডনের উদ্দেশে পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী৷…

mamata likely to attend doctors program

কলকাতা: সব কিছু থাকলে মার্চের তৃতীয় সপ্তাহেই লন্ডনের উদ্দেশে পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী৷ মার্চের ২০ থেকে ২৪ এর মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন৷ (mamata banerjee may visit london)

অক্সফোর্ড থেকে আমন্ত্রণ mamata banerjee may visit london

২০২৩ সালের নভেম্বর মাসে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ বা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার জোনাথন মিশি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন জানিয়েছিলেন। অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দেওয়ার জন্য় বলেছিলেন তিনি৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণের কথা প্রথমবার প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল। সেবারও আমন্ত্রণ গ্রহণ করেছিলে মুখ্যমন্ত্রী৷ জুন মাসে মুখ্যমন্ত্রীর লন্ডনে যাওয়ার কথা থাকলেও, নানা কারণে তা সম্ভব হয়নি। এখন দেখা যাক মার্চ মাসে যদি অক্সফোর্ডের মঞ্চে পা রাখতে পারেন কিনা৷ 

   

মমতার প্রশংসা mamata banerjee may visit london

মিশি সেই সময় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, ‘আমরা ওঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) আমন্ত্রণ জানিয়েছি৷ উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এসে বক্তৃতা দিন। তিনি যেন তাঁর লড়াই ও প্রাপ্তি নিয়ে সকলকে উৎসাহিত করেন। ওঁর জীবনদর্শনে আমরা অভিভূত। জাতি বিদ্বেষ বিরোধিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তাঁর নীতি সত্যই সকলকে মুদ্ধ করে।’ আমন্ত্রণ পাওয়ার পর মমতা বলেছিলেন, ‘আমি অক্সফোর্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান এড়ানো যায় না।’ তবে গত বছর আর যাওয়া হয়নি তাঁর৷ বিশ্বের অন্যতম কুলীন এই শিক্ষা প্রতিষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখলে, নিঃসন্দেহে তা বাংলার মুখ উজ্জ্বল করবে৷ তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷ 

 

West Bengal: West Bengal CM Mamata Banerjee to visit London in March for a speech at Oxford University. Invited by Pro Vice-Chancellor Jonathan Michie during the Bengal Global Business Summit, she will attend the event between March 20-24.