বেহালায় মমতা, ‘মুক্তির মন্দির’ গানের গীতিকারের স্মৃতি উসকে দিলেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে

Mamata Banerjee: “Let there be festivities for everyone”—Mamata's message on 'Khela Hobe Diwas' and Janmashtami
Mamata Banerjee: “Let there be festivities for everyone”—Mamata's message on 'Khela Hobe Diwas' and Janmashtami

রাত পোহালেই ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস (Independence day)। দিনভর নানা অনুষ্ঠানে দেশজুড়ে উদযাপন হবে এই দিনটি। তবে তার আগেই, ১৪ আগস্ট সন্ধ্যা থেকেই শুরু হবে উদযাপন। সেই উপলক্ষে বৃহস্পতিবার বেহালায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্মরণ করালেন স্বাধীনতার ইতিহাস এবং গানের অজানা স্রষ্টাদের কথা।

তিনি বলেন, দেশাত্মবোধক গান আমরা গাই বটে, কিন্তু প্রায়ই ভুলে যাই গানের রচয়িতা ও সুরকারদের নাম। উদাহরণ হিসেবে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানটি, যা লিখেছিলেন মোহিনী চৌধুরী (Mohini Chowdhury) — বেহালার রবীন্দ্রনগরের বাসিন্দা। যাদবপুরের সাংসদ থাকাকালীন তাঁর সঙ্গে সাক্ষাৎ করার স্মৃতিও শোনান মমতা।

   

তিনি আরও জানান, একবার দিল্লি যাওয়ার পথে এক ব্যক্তি এসে নিজেকে ‘অ্যায় মেরে বতন কে লোগোঁ’ গানের গীতিকার বলে পরিচয় দেন। তাঁর নাম প্রদীপবাবু। সেই পরিচয়ের পরই মমতা বিষয়টি প্রচারে আনেন।

স্বাধীনতা দিবসের তাৎপর্য উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “দেশ স্বাধীন করতে সব থেকে বেশি যদি কেউ অংশগ্রহণ করে থাকে, জীবন দিয়ে থাকে সেই জায়গার নাম বাংলা। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। মাটি মানে মৃত্তিকা, মাটি মানে মা, মাটি মানে জন্মভূমি, কর্মভূমি। এই মাটিতেই চাইলে প্রতিভার খোঁজ পাওয়া যায়। স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে দেশে আজ অবধি যত সংস্কার হয়েছে তার বেশিরভাগ অবদান বাংলার।”

এদিন কন্যাশ্রী দিবসও হওয়ায়, মুখ্যমন্ত্রী জানান, প্রকল্প চালুর ১২ বছরে বাংলায় প্রাথমিক শিক্ষায় ড্রপআউট হার শূন্যে নেমে এসেছে। বর্তমানে ১০০ শতাংশ শিশু স্কুলে যাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন