
কলকাতা: বন্যা-কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গের রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখছেন৷ সেই সঙ্গে স্থানীয়দের সঙ্গে সংযোগ স্থাপন করছেন। তাঁদের সমস্যার কথাও শুনছেন।
বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক শুরু হবে৷ তার আগে পাহাড়ি রাস্তায় জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী৷ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় মানুষরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁদের কাছে এগিয়ে গিয়ে কথা বলেন মমতা৷
বহু মানুষ ত্রাণ শিবিরে
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখনও বহু মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন, বহু মানুষের ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত। বন্ধ রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড়ি রাস্তা। এই পরিস্থিতিতে গত রবিবার ফের উত্তরবঙ্গ সফরে পৌঁছন মুখ্যমন্ত্রী। তিনি দুর্গতদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন৷ আজ বুধবার দুপুরে প্রশাসনিক বৈঠকে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি ও পুনর্বাসন পরিকল্পনা পর্যালোচনা করবেন।
জনসংযোগ
প্রশাসনিক বৈঠকের আগে এদিন সকালে দার্জিলিংয়ের রাস্তায় পায়ে হেঁটে জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও অন্যান্য কর্মকর্তা। রাস্তার দু’পাশে দাঁড়ানো স্থানীয়রা হাত নেড়ে অভ্যর্থনা জানালে তিনি ব্যক্তিগতভাবে এগিয়ে গিয়ে কিছু সময় কথা বলেন স্থানীয়দের সঙ্গে।
উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী প্রায়শই সকালে জনসংযোগের কাজ করেন। কখনও খুদেদের সঙ্গে স্নেহের বিনিময়, কখনও আবার দোকানে ঢুকে মোমো বানানোর দৃশ্যও নজরে আসে। এই ধরনের সরাসরি সংযোগই স্থানীয়দের কাছে তাঁকে ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচিত করেছে।










