বাংলায় বড় জয়ের পথে তৃণমূল। ট্রেন্ড অনুযায়ী ভারতের চতুর্থ বৃহত্তর দল জোড়া-ফুল। দেশেও ফিকে মোদী ম্যাজিক। ৪০০ পারের স্বপ্ন তো দূর, এনডিএ ৩০০ পেরবে কিনা তা নিয়ে বড় সংশয় রয়েছে। এদিকে ভাল ফল বিরোধী ‘ইন্ডি’ জোটের। যা আত্মবিশ্বাস বাড়িয়েছে তৃণমূল নেত্রীর। এই পরিস্থিতিতে, মঙ্গলবার দুপুরেই নেত্রীর বাড়িতে পৌঁছে যান ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই মমতার হুঙ্কার, ‘সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করুন।’
তৃণমূল সূত্রে খবর, এ দিন মমতা-অভিষেকের মধ্যে বৈছক হয়েছে ভবিষ্যতের রূপরেখা নিয়ে। তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।
বাংলায় ঘাসফুলের ঝড়, মমতার বাড়িতে ‘আত্মবিশ্বাসী’ অভিষেক
এই পরিস্থিতিতে একটি সর্বভারতীয় চ্যানেলকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এখনও চলছে গণনা। দয়া করে অপেক্ষা করুন। সকলকে অভিনন্দন জানাচ্ছি। সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করুন।’
রাম মন্দিরের রাজ্যেই রাম ধাক্কা খেলেন মোদী
কীসের অপেক্ষার কথা বলছেন মমতা? ইতিমধ্যেই এনডিএ-র শরিক দল হিসেবে টিডিপি ও জেডিইউ-এর সঙ্গে কংগ্রেস যোগাযোগ রাখছে বলে খবর। সেই যোগাযোগেও মমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকেই। এই পরিস্থিতিতে মমতার ‘অপেক্ষা’ করতে বলার মধ্যেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
গত শনিবারই অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষার ফলে দেখা যায় যে, বাংলায় লোকসভা ভোটে ধাক্কা খাবে তৃণমূল। এগিয়ে যাবে তৃণমূল। যা দেখার পরই তোপ দেগেছিলেন খোদ মমতা। দলের ভাল ফলের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন ইভিএম খুলতেই দেখা যায়, বিজেপিকে কার্যত মাটি ধরিয়েছে তৃণমূল ঝড়।