হিন্দুত্বের জিগির তুলে জগন্নাথের রাজ্যে জয়জয়কার বিজেপির

২৪ বছরের সাম্রাজ্যের অবসান! ওডিশায় বিজেডিকে (Odisha Assembly Election) সরিয়ে ক্ষমতা দখলের পথে বিজেপি। দুপুর সাড়ে ৪টে পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ওডিশার ১৪৭টি কেন্দ্রের মধ্যে…

Indian Prime Minister Narendra Modi stands in front of the Puri Jagannath Temple, a historic Hindu temple dedicated to Lord Jagannath, in Puri, Odisha, India.

২৪ বছরের সাম্রাজ্যের অবসান! ওডিশায় বিজেডিকে (Odisha Assembly Election) সরিয়ে ক্ষমতা দখলের পথে বিজেপি। দুপুর সাড়ে ৪টে পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ওডিশার ১৪৭টি কেন্দ্রের মধ্যে ৮১টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। শাসকদল নবীন পট্টনায়েকের বিজেডি এগিয়ে মাত্র ৪৭টি আসনে। কংগ্রেস এগিয়ে ১৫টি আসনে। সিপিএম একটি আসনে এবং নির্দল তিনটি আসনে এগিয়ে রয়েছে। 

বাংলার পড়শি রাজ্য ওডিশায় এবার একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়েছে। ২১টি লোকসভার সঙ্গে ১৪৭টি বিধানসভায় ভোট হয়েছে মোট চার দফায়।

   

২০০০ সাল থেকে টানা ২৪ বছর ওডিশায় মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বিজু জনতা দল (বিজেডি) প্রধান নবীন পট্টনায়ক। তাঁকে হারিয়ে এবার সেখানে ক্ষমতা দখলের পথে গেরুয়া শিবির। ২০১৯-এ ১১৩টি আসনে জিতে ওডিশার মসনদে বসেছিলেন নবীন পট্টনায়েক।

গোধূলি লগ্নে বড় চমক! কী ফাঁস করতে চলেছেন মমতা?

এবার ওডিশায় ত্রিমুখী লড়াই হয়েছে। বিজেডির মূল প্রতিপক্ষ বিজেপি হলেও লড়াইয়ে ছিল কংগ্রেসও। ভোটের আগে একাধিকবার ওডিশায় গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, গত ৫০ বছর ধরে রাজ্য শাসন করা কংগ্রেস এবং পরবর্তী ২৫ বছর শাসক বিজেডি শুধুই লুঠপাট করেছে। বিজেডির ছোট নেতারাও কোটি কোটি টাকার মালিক।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওডিশায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১৪৭। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৭৪। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে এই ১৪৭টি আসনের মধ্যে ১১৩টি আসনে জিতেছিল বিজেডি। ২৩টি আসনে জিতে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। আর কংগ্রেস জিতেছিল মাত্র ৯টি আসনে। অন্যান্যরা দুটি আসনে জিতেছিল।

বাংলায় ঘাসফুলের ঝড়, মমতার বাড়িতে ‘আত্মবিশ্বাসী’ অভিষেক

দেশজুড়ে এবার সাত দফায় ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন হয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ হয়েছে। মোট প্রার্থী ছিলেন ৮ হাজার ৩৬০ জন।

১ জুন শেষ দফার ভোটের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফলে এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছে। এনডিএ আসনসংখ্যা ৩৫০-র ওপরে থাকবে বলে এক্সিট পোলগুলিতে দাবি করা হয়েছে। অন্যদিকে ইন্ডি জোটের আসনসংখ্যা ১৫০-র নীচে থাকবে বলে জানিয়েছিল বেশিরভাগ এক্সিট পোল। তবে শেষ পাওয়া খবরে, ২৯৬টি আসনে এগিয়ে এনডিএ আর ২২৯টি আসনে এগিয়ে ইন্ডিয়া।

রাম মন্দিরের রাজ্যেই রাম ধাক্কা খেলেন মোদী