আগামী বিধানসভার আগে ভোটার তালিকা নিয়ে নেতাজি ইন্ডোরে ‘বিস্ফোরক’ মমতা

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের এক মেগা সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, তিনি বলেন, ‘‘ভোটার তালিকা…

mamata-banerjee-explosive-remarks-on-voter-list-at-netaji-indoor-ahead-of-assembly-elections

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের এক মেগা সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, তিনি বলেন, ‘‘ভোটার তালিকা পরিষ্কার করা উচিত। কিছু অনলাইন পোর্টালে গন্ডগোল রয়েছে এবং এই বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’ ভোটার তালিকা সংক্রান্ত ভুলভ্রান্তির কারণে ভবিষ্যতে ভোটে অসুবিধা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি নির্বাচন কমিশনকে এই বিষয়ে গুরুত্ব সহকারে ব্যবস্থা নিতে বলেন।

তিনি বিজেপিকে “গেরুয়া কমরেড” বলে অভিহিত করেন। মমতা বলেন, ‘‘বিজেপিকে আমি বলব গেরুয়া কমরেড। উপরটা গেরুয়া, ভিতরটা লাল।’’ এর মাধ্যমে তিনি বিজেপির ভিতরকার রাজনৈতিক আদর্শ এবং তাদের কার্যকলাপের মধ্যে বিরোধিতার কথা তুলে ধরেন।

   

এদিনের সভায় মমতা ব্যানার্জী আরও বলেন, ‘‘ভোট এলে বিজেপি সবসময় চোরের বুলিটা ছুড়ে দেয় এবং কাকে কাকে জেলে ভরা হবে, তা বলে। কিন্তু আজ পর্যন্ত কোনও কেসের সমাধান তারা করেনি। লজ্জা করা উচিত তাদের। তারা কার সঙ্গে কথা বলে?’’ বিজেপির বিরুদ্ধে এমন তীব্র ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এদের মুখে কথা বলা উচিত নয়, কারণ এই পর্যন্ত যা কিছু তারা বলেছে, তার কোনো ভিত্তি নেই।’’

Advertisements

মমতা বাংলার স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বাংলা দখল করতে আসা বহিরাগতদের এই মাটি ছুঁতে দেব না।” তিনি বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরোধিতা করে জানান, “বাংলার জনগণ একত্রে থাকবে এবং শান্তিপূর্ণভাবে তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।”

তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এই অপপ্রচার ও বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তৃণমূলই একমাত্র দল যারা মানুষের পাশে কাজ করছে। আমাদের লক্ষ্য মানুষের কল্যাণ, শান্তি ও উন্নয়ন।” এই বক্তব্যে তিনি আগামী নির্বাচনে তৃণমূলের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।