Mamata Banerjee Dharna: কলকাতার রাজপথে ধরনায় মমতা

চব্বিশে লোকসভা ভোট। তার আগে আবারও মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শান। শুক্রবার থেকে ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধরনায় বসেও সামলাবেন রাজ্যের প্রশাসনিক প্রধানের…

Mamata Banerjee Dharna

চব্বিশে লোকসভা ভোট। তার আগে আবারও মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শান। শুক্রবার থেকে ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধরনায় বসেও সামলাবেন রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব। সেই মতো তৈরি করা হয়েছে মঞ্চ।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। রাজ্যের বকেয়ার দাবিতে দিল্লিতে পর পর দু’দিন ধরনা করেছে তৃণমূল। কলকাতায় রাজভবনের সামনে লাগাতার ধরনা চালিয়েছে। এবার রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে আটচল্লিশ ঘণ্টার ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার থেকে এই ধরনা-কর্মসূচি শুরু।

প্রথম দিন ধরনা মঞ্চে যোগ দেবেন ১০০ দিনের কাজে বঞ্চিতরা। আবাস যোজনায় যাঁরা ঘর পাননি তাঁরা ধরনায় যোগ দেবেন শনিবার। রাতে ধরনাস্থলেই থাকার কথা মমতার।

এ দিন নদিয়ার সভা থেকে এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করেন। কর্মীদের বার্তা দেন। মমতা বলেন, ‘একশো দিনের কাজে যারা বকেয়া পাইনি। যারা ঘর পাইনি তাদের জন্য আটচল্লিশ ঘণ্টা ধরনায় বসব। তারপর আপনারা জেলায় জেলায় করবেন ব্লকে ব্লকে করবেন।’
মহানগরের রাজপথে মমতার ধরনা। এর জন্য তৈরি হয়েছে আটাশ ফুট বাই আটাশ ফুটের মূল ধরনা মঞ্চ। মূল মঞ্চে দু’পাশে আরও দুটি মঞ্চ। দু’দিন ধরে ধরনায় মমতা। তার জন্য সরকারি কাজ বন্ধ থাকবে না। মূল ধরনা মঞ্চের পিছনে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী অফিস। এই অস্থায়ী অফিসেই সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার কলকাতায় মমতার ধরনা। তার আগে এদিন, বৃহস্পতিবার, নদিয়ার শান্তিপুর থেকে বঞ্চনা সহ একাধিক ইস্যুতে তিনি বিজেপিকে নিশানা করেন। বলেন, ‘মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। চোরেদের জমিদার। চোরের মায়ের বড় গলা। আজ ক্ষমতায় আছে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না সব উধাও হয়ে যাবে।’