বাংলার মুখ উজ্জ্বল, জাতীয় পুরস্কারে সম্মানিত শিক্ষকদের শুভেচ্ছা মমতার

mamata-banerjee-congratulates-two-durgapur-iti-instructors-on-winning-national-teachers-award-2025
mamata-banerjee-congratulates-two-durgapur-iti-instructors-on-winning-national-teachers-award-2025

শিক্ষক দিবস মানেই যেমন দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর কাছে স্মৃতিমেদুর এক দিন, তেমনই শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। আর এই দিনেই বাংলার দুই শিক্ষককে জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া হবে, যা সমগ্র রাজ্যের শিক্ষা পরিবারকে (Mamata Banerjee) গর্বিত করেছে। এ বছর জাতীয় শিক্ষক সম্মান পাচ্ছেন রাজ্যের দুই গুণী শিক্ষক— ইন্দ্রনীল মুখোপাধ্যায় ও সুকান্ত কোনার। আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে, দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান। 

শিক্ষক হিসেবে অবদান

   

ইন্দ্রনীল মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত। আধুনিক পাঠ্যপদ্ধতি, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনাকে সহজ ও আকর্ষণীয় করে তুলেছেন তিনি। গ্রামের সাধারণ প্রেক্ষাপট থেকে শুরু করে শহরের আধুনিক চাহিদা— সর্বত্রই তাঁর শিক্ষা পদ্ধতি প্রশংসিত হয়েছে। শুধু পাঠদান নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা ও ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।

অন্যদিকে, সুকান্ত কোনার তাঁর সৃজনশীল চিন্তাভাবনা ও নতুন শিক্ষণপদ্ধতির জন্য সমাদৃত। তাঁর উদ্যোগে বহু বিদ্যালয়ে বিজ্ঞানচর্চা নতুন মাত্রা পেয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষামুখী মানসিকতা নয়, বরং জ্ঞান অনুসন্ধানী মন গড়ে তোলাই তাঁর উদ্দেশ্য। তাঁর প্রয়াসে অনেক ছাত্রছাত্রী বিজ্ঞান মেলার মতো জাতীয় স্তরের প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে।

জাতীয় সম্মানের তাৎপর্য

জাতীয় শিক্ষক সম্মান পাওয়া যে কোনও শিক্ষকের জীবনে এক অবিস্মরণীয় মুহূর্ত। কারণ এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিক্ষাক্ষেত্রে এক অমূল্য অবদানকে স্বীকৃতি দেয়। বাংলার এই দুই শিক্ষক তাঁদের নিষ্ঠা, অধ্যবসায় ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে প্রমাণ করেছেন যে শিক্ষকতা কেবল পেশা নয়, এটি এক মহান দায়িত্ব ও সাধনা। তাঁদের সাফল্যে যেমন পরিবার গর্বিত, তেমনি গোটা রাজ্যও আনন্দিত।

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

শুক্রবার এই দুই শিক্ষককে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “বাংলার দুই শিক্ষক জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত হতে চলেছেন। ইন্দ্রনীল মুখোপাধ্যায় ও সুকান্ত কোনারকে আন্তরিক অভিনন্দন। তাঁদের সাফল্য আমাদের গর্বিত করেছে। ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে তাঁদের অবদান অনন্য।” মুখ্যমন্ত্রীর এই বার্তা প্রকাশ্যে আসতেই শিক্ষা মহলে খুশির হাওয়া বইতে শুরু করে।

শিক্ষা দপ্তরের প্রতিক্রিয়া

রাজ্যের শিক্ষা দপ্তরের কর্তারাও জানিয়েছেন, এই সম্মান বাংলার শিক্ষকদের কাজকে আরও উৎসাহিত করবে। অনেক সময় শিক্ষকরা অজানা নীরবতায় কাজ করে যান। তাঁদের পরিশ্রম ও সৃজনশীলতা জাতীয় স্তরে স্বীকৃতি পেলে অন্যরাও অনুপ্রাণিত হন।

শিক্ষক দিবসে বাংলার গর্ব

শিক্ষক দিবসের দিনটিতে গোটা দেশ যখন সারদা রঞ্জন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উদযাপন করবে, তখন বাংলার দুই শিক্ষককে জাতীয় সম্মান প্রদান বিশেষ তাৎপর্য বহন করছে। শিক্ষক দিবসের মূল বার্তাই হল শিক্ষকদের সমাজ গঠনে অসামান্য অবদানকে শ্রদ্ধা জানানো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন