Mamata Banerjee: দেবাংশুর জন্য ভোটপ্রচারে মমতা, তমলুকে সভা নেত্রীর

লোকসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। গতবার লোকসভা নির্বাচনে এগিয়ে থাকলেও খারাপ ফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের। হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে মরিয়া টিএমসি। গত বিধানসভা…

Mamata Banerjee

লোকসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। গতবার লোকসভা নির্বাচনে এগিয়ে থাকলেও খারাপ ফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের। হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে মরিয়া টিএমসি। গত বিধানসভা নির্বাচনেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে ভোটে হেরেছিলেন মমতা। এবার তমলুকে ভালো ফল করতে মরিয়া ঘাসফুল। ময়দানে নেমেছেন স্বয়ং মমতা (Mamata Banerjee)।

তমলুক লোকসভা কেন্দ্রের এবার ব্যাপক লড়াই। পদ্মশিবির প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০ মার্চ ব্রিগেডের সভা থেকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেন। তিনি সেই সময় দেবাংশু ভট্টাচার্যকে ‘ভাতৃপ্রতিম’ সম্বোধন করেন। অন্যদিকে বামেরা এই লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে সায়ন বন্দ্যোপাধ্যায়কে।

টিকিট পাওয়ার পরই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন দেবাংশু। এবার এই যুব প্রার্থীর জন্য ভোট প্রচারে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আগামী ২৫ এপ্রিল থেকে পূর্ব মেদিনীপুরে সভা শুরু করতে চলেছেন মমতা। নানা সভা মিছিলের মধ্যে দিয়ে বিজেপির শক্তির বিরুদ্ধে মানুষকে এক হতে বলবেন।

তমলুক লোকসভা কেন্দ্র যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দুর গড় হিসেবে পরিচিত তাই সেখানে দেবাংশু জয়ী হবে কিনা সেই নিয়ে সংশয়ে অভিজ্ঞ মহল। অন্যদিকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাধারণ মানুষের কাছে ‘ভগবান’-এর তকমা পেয়েছিলেন। তিনি ভোটবাক্সে অনেককেই টানবেন বলে মনে করা হচ্ছে। তাহলে কি মমতার প্রচারে বাড়তি সুবিধা পাবেন দেবাংশু? সেটাই এখন দেখার।