শিয়রে বড় ঝাঁকুনি! জরুরি বৈঠকের ডাক মমতার

কড়া প্রশাসক মমতা ব্যানার্জী

বৃহস্পতিবার বিকেলে নবান্নে হঠাৎ জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা সহ রাজ্যের সব পুরনিগমের মেয়র, কমিশনার এবং সংশ্লষ্ট দফতরের সচিব, বিভাগীয় প্রধানদের ওই বৈঠকে হাজিরা বাধ্যতামূলক। ডাক পড়েছে শীর্ষ পুলিশ কর্তাদের বেশ কয়েকজনের।

কেন এই জরুরি বৈঠক? আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি। তবে, নবান্নের অন্দরে জল্পনা যে শহরাঞ্চলে পুর ও সরকারি পরিষেবা সরবারহের ক্ষেত্রে এবার বড় ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের ফলাফলেই স্পষ্ট যে, গ্রামে ভাল ফল করলেও অধিকাংশ পুরসভা এলাকায় পিছিয়ে তৃণমূল। কলকাতা পুরনিগমের ৪৫টি ওয়ার্ডে পিছিয়ে জোড়-ফুল শিবির। অর্থাৎ শহরাঞ্চলে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী একটা রেশ রয়েছে।

   

ভোটে খরচের জন্য দলের পাঠানো টাকা হাতিয়ে নিলেন তৃণমূলের দাপুটে নেতা!

রাজ্যের শাসক দলের বিশ্লেষণ, পুরসভা ও সরকার বহু সামাজিক উন্নয়ন পরিকল্পা প্রদান করলেও পরিষেবা ঠিক মতো মানুষের কাছে পৌঁচে দেওয়া যাচ্ছে না। যার প্রবাব পড়েছে ভোটবাক্সে। এছাড়া, এক শ্রেণির পুর অফিসারদের সঙ্গে পুলিশের একাংশের যোগাসাজসে দুর্নীতিও হচ্ছে।

মমতা মনে করছেন, রাজ্যের সব পুরনিগমের মেয়র, কমিশনারদের ডেকে তাঁর ক্ষোভের কথা জানালে তা ক্রমশ পুরসভার চেয়ারম্যানদের কাছেও পৌঁছে যাবে। ফলে কাজের হাল ফিরবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন