Mamata Banerjee: ‘সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়’, মোদীকে পাল্টা দিলেন মমতা

বাংলায় এসে গতকাল কোচবিহারে বিজেপির সভা থেকে দুর্নীতি, সন্দেশখালির প্রসঙ্গ টেনে সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আজ শুক্রবার তুফানগঞ্জের সভা থেকে দুর্নীতিকেই অস্ত্র…

বাংলায় এসে গতকাল কোচবিহারে বিজেপির সভা থেকে দুর্নীতি, সন্দেশখালির প্রসঙ্গ টেনে সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আজ শুক্রবার তুফানগঞ্জের সভা থেকে দুর্নীতিকেই অস্ত্র করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি বলেন, ‘উত্তরপ্রদেশে জব কার্ডে ভূরি ভূরি দুর্নীতি। রাজ্যে এসে বড়বড় কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। মানুষের সঙ্গে অবিচার হতে দিই না। দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি।’

   

আজ তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, ‘বিজেপি বলছে দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক। ভোটের পর আমরাই আবাসের টাকা দেবো।’ এদিন তমলুকের বিজেপি প্রার্থী এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মমতা। বলেন, ‘আপনি চাকরি প্রার্থীদের চাকরি খেয়েছেন। এবার জনগণ বিচার করে আপনার চাকরি খাবে। আমাদের কাছে যিনি আপদ সে বিজেপির সম্পদ।’