Mamata Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার চাইলে বিজেপির ভাণ্ডার উপড়ে দেওয়ার হুঙ্কার মমতার

আগামীকাল রয়েছে দ্বিতীয় দফার লোকসভা ভোট। আর আসন্ন এই ভোটকে কেন্দ্র করে নতুন করে প্রস্তুতি তুঙ্গে রয়েছে সকলের। তবে এরই মাঝে আজ বৃহস্পতিবার মেদিনীপুরের দাঁতনের…

short-samachar

আগামীকাল রয়েছে দ্বিতীয় দফার লোকসভা ভোট। আর আসন্ন এই ভোটকে কেন্দ্র করে নতুন করে প্রস্তুতি তুঙ্গে রয়েছে সকলের। তবে এরই মাঝে আজ বৃহস্পতিবার মেদিনীপুরের দাঁতনের জনসভা থেকে কেন্দ্রের উদ্দেশ্যে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দাঁতনের সভা থেকে বিজেপিকে উপড়ে ফেলার নিদান দিলেন মমতা।

   

তিনি বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার চাইলে বিজেপির ভাণ্ডার উপড়ে দিন। ভোটের আগে অনেক টাকা দিচ্ছে বিজেপি। আমরা চাকরি দিচ্ছি আর অড়া চাকরি খেয়ে নিচ্ছে। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। এছাড়া আবাসের টাকাও আটকে রেখেছে কেন্দ্র। ‘ এদিন চাকরি বাতিল নিয়ে নতুন করে আক্রমণ করলেন মমতা। তিনি জানান, ‘কাজ করতে গেলে ভুল হতে পারে, সংশোধন করে নেবো। শ্রমিক-কৃষকদের ভাতে মেরেছে কেন্দ্র। বিভেদের রাজনীতি করছে বিজেপি। বোমা ফাটাবো বলে ২৬ হাজার চাকরি খেয়ে নিল। প্রচারে ভিড় হচ্ছে না বলে টাকা দিয়ে লোক আনছে বিজেপি। বিজেপি করলে বেল তৃণমূল করলে জেল। এত শিক্ষক শিক্ষক কর্মীর চাকরি চলে গেলে স্কুল চলবে কী করে? এখনও পর্যন্ত ১০৭ আসনে হওয়া ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। ফলে ধাক্কা খেয়ে ঘাবড়ে গেছে বিজেপি।’

 

এদিন নাম না করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেও নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন মমতা। দাঁতনের সভা থেকে ফের একবার ‘মীরজাফর’, ‘গদ্দার’-এর মতো শব্দ ব্যবহার করলেন তৃণমূল সুপ্রিমো। জানালেন, ‘গদ্দাররা বলছে বোমা ফাটাবো। এখন ২৬ হাজার চাকরি খেয়ে বোমা ফাটালো। টাকা রক্ষা করতে বিজেপিতে গেল। মেদিনীপুরের মীরজাফর সবচেয়ে বেশি গদ্দারি করেছে। লোডশেডিং করে ভোট দখল, এবার বুঝে নেবো। বিজেপির মতো ঠগবাজদের ভোট দেবেন কেন?’