Lok Sabha Election: পাঁচ ব্যাগ ভর্তি টাকা বিলোচ্ছেন বিজেপি সভাপতি! ভোটের আগে ‘চাঞ্চল্যকর’ অভিযোগ

রাত পোহালেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগে বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধে বিহারে…

Money

রাত পোহালেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগে বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধে বিহারে টাকা বিলির অভিযোগ তুললেন আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। তিনি বলেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে বিহার সফরের সময় ভোটারদের মধ্যে বিতরণের জন্য পাঁচ ব্যাগ টাকা নিয়ে এসেছিলেন।

বুধবার পটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তেজস্বী যাদব বলেন, আমি খবর পেয়েছি যে উনি (জেপি নাড্ডা) বেশ কয়েকটি ব্যাগ নিয়ে এসেছিলেন। যেসব জায়গায় নির্বাচন হচ্ছে, সেখানে টাকা বিতরণ করেছেন। আপনি যাচাই করে দেখতে পারেন, এই অভিযোগ পুরোপুরি সত্য। আমি মিথ্যা কথা বলছি না। এজেন্সিগুলো তাঁকে প্রকাশ্যে সাহায্য করছে। উনি দিল্লি থেকে পাঁচটি ব্যাগ নিয়ে এসেছিলেন। তদন্ত হলেই সবটা সামনে আসবে।

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী মঙ্গলসূত্র বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নেন। তিনি বলেন, আজকাল সোনার দাম দেখুন, মহিলারা আজ একটা মঙ্গলসূত্রও কিনতে পারছেন না। কিন্তু ওরা তা ছিনিয়ে নেওয়ার কথা বলছেন। নির্বাচন ইস্যুভিত্তিক হওয়া উচিত। এখন সোনার দাম এত বেশি হয়ে গিয়েছে যে বেশিরভাগ মহিলারা এটি কিনতে পারছেন না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলসূত্র নিয়ে এত আলোচনার প্রাসঙ্গিকতাটা ঠিক কী?

বিহারের যে পাঁচটি আসনে দ্বিতীয় দফায় ভোট হবে, সেই পাঁচটি আসনেই আরজেডি এবং তার জোটসঙ্গীরা জয়ী হবে আশাপ্রকাশ করেন লালুপুত্র। তিনি বলেন, এনডিএ ও ইন্ডিয়ার মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হবে। বুধবার বিহারের একাধিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জেপি নাড্ডা অভিযোগ করেন, যারা ভারতকে দুর্বল করতে চায়, কংগ্রেস ও তার জোটসঙ্গীরা তাদের সমর্থন করছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোটকে ‘অহংকারী’ জোট বলে আক্রমণ করেন নাড্ডা।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় দফার বিহারের পাঁচটি আসনে ভোট হবে – ভাগলপুর, কাটিহার, বাঁকা, কিসানগঞ্জ এবং পূর্ণিয়া।