Mamata Banerjee: ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন মমতা

Mamata Banerjee

লোকসভা ভোটের আগে চরম সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন।

Advertisements

ব্রিগেডের মঞ্চ থেকে ২৪-এর লোকসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। এদিকে তৃণমূলের প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ হতে শুরু করেছিল প্রার্থী ঘোষণার দিন থেকেই। এই প্রার্থী তালিকা দেখে শাসক দলের অনেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বলা ভালো, অনেকেই আছেন যারা অন্য দলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। এই তালিকায় নাম রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়।

   
Advertisements

শাসক দলের নতুন চিন্তা বাড়িয়েছেন তিনি। বাবুন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছেন। যদিও এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন। তিনি আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘ওকে আমার ভাই হিসেবে পরিচয় দেবেন না। বাবুনের অনেক কাজ পছন্দ নয়, মানুষ করতে পারিনি। ওঁকে। আমি পরিবারতন্ত্র করিনি। মানুষতন্ত্র করি। আমার পরিবার মানুষের পরিবার।