NIA-র ওপর হামলা নিয়ে প্রশ্ন মমতার, ‘বাংলায় আফগানিস্তানের মতো পরিস্থিতি’, বিস্ফোরক সুকান্ত

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হয়েছেন এনআইএ (NIA)-র আধিকারিকরা। শনিবার ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে তদন্ত করতে গিয়েছিলেন কয়েকজন আধিকারিক। এদিকে তাঁদের ওপর স্থানীয়রা চড়াও হন বলে অভিযোগ।…

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হয়েছেন এনআইএ (NIA)-র আধিকারিকরা। শনিবার ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে তদন্ত করতে গিয়েছিলেন কয়েকজন আধিকারিক। এদিকে তাঁদের ওপর স্থানীয়রা চড়াও হন বলে অভিযোগ। এবার এই ঘটনায় এনআইএ-র বিরুদ্ধেই পাল্টা আঙুল তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি জানান, ‘মধ্যরাতে গ্রামের মানুষ অচেনা কাউকে দেখলে যা করার হয় তাই করেছেন। নির্বাচনে সময় কেন গ্রেফতার করে? কী অধিকার আছে এনআইএ-র? শুধু বিজেপিকে সাহায্যের জন্য। মধ্যরাতে অভিযান কেন? পুলিশকে জানিয়ে এসেছে?’ দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

   

মমতা বলেন, ‘বিজেপি কী ভাবছে, তারা প্রত্যেক বুথ এজেন্টকে গ্রেফতার করবে? এনআইএ-র কী অধিকার আছে? বিজেপিকে সমর্থন করার জন্য তারা এসব করছে। আমরা গোটা বিশ্বকে এই বিজেপির নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছি।’ 

এদিকে মমতার এহেন বক্তব্য শুনে এবং এনআইএ-র ওপর হামলার ঘটনায় সরব হয়েছে বিজেপি। বঙ্গ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, ‘ইডি, সিবিআই, বিএসএফের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন মমতা।’ এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনার প্রতিবাদে জানান, ‘বাংলায় আফগানিস্তানের মতো পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এনআইএ-র ওপর হামলা।’

এনআইএ আধিকারিকদের উপর হামলার বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “কেন্দ্রীয় এজেন্সিগুলির উপর এই ধরনের আক্রমণ ইঙ্গিত দেয় যে রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। শাসনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়  একনায়কতন্ত্র করছেন এবং রাজ্যের ভবিষ্যত চরমপন্থীদের হাতে ছেড়ে দিয়েছেন। তাই আমরা দাবি করছি যেই এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”