Malda: মমতা-অভিষেকের সভার আগেই হুড়মুড়িয়ে তৃণমূল ছেড়ে শতাধিক ঢুকলেন সিপিআইএমে

Mamata Banerjee: Abhishek Banerjee Leaves Trinamool, Joins CPI(M) Before Meeting

উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC) নবজোয়ার কর্মসূচির সবকটি সভাতেই দলীয় গোষ্ঠিবাজির জেরে মারামারি, প্রার্থী বাছইয়ের গণভোটের ব্যালট লুঠ চলেছে। এবার মালদায় (Malda) এই সভা হবে। জেলা তৃণমূল নেতাদের একাংশের আশঙ্কা বিশৃঙ্খলার রেশ মালদা জেলাতেও দেখা যাবে। পরিস্থিতি আঁচ করে মালদায় মমতাও আসছেন। তাঁর আসার আগেই জেলায় ফের তৃণমূলে নামল ধ্বস। শতাধিক তৃণমূল সমর্থক সামিল হলেন (CPIM) সিপিআইএমে।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, দলের রতুয়া ২ এরিয়া কমিটির পীরগঞ্জ অঞ্চল নির্বাচনী কমিটির ডাকে ছিল যোগদান সভা। শতাধিক মানুষ তৃণমূল – বিজেপি ছেড়ে দিয়ে সিপিআইএমে যোগদান করেন।

   

মালদা জেলা সিপিআইএম জানাচ্ছে, দুর্নীতিগ্রস্থ তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করে জনগণের পঞ্চায়েত গড়ে তোলার আহ্বানে জেলা জুড়ে যোগদান পর্ব চলছে। রতুয়ার আগে মানিকচকে বিপুল সংখ্যায় বাম সমর্থকদের মিছিল হয়েছে। ভবিষ্যতে এ ধরণের যোগদান আরও বাড়বে।

সিপিআইএম মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র ও রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষের নেতৃত্বে চলতে যোগদান পর্ব। অন্যদিকে তৃণমূল শিবির ব্যস্ত অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে বিশৃঙ্খলা রুখতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন