Malda: জয় বাংলা…সবুজের বিজয়ে মেতে উঠেছে মালদাবাসী

মালদায় বিজয় উল্লাসে মেতে উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় পতাকা হাতে তৃণমূল কর্মীরা। চারিদিকে সবুজ আবিরে যেন নতুন বসন্তের ছোঁয়া। এই বিজয় উল্লাসকে কেন্দ্র…

মালদায় বিজয় উল্লাসে মেতে উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় পতাকা হাতে তৃণমূল কর্মীরা। চারিদিকে সবুজ আবিরে যেন নতুন বসন্তের ছোঁয়া। এই বিজয় উল্লাসকে কেন্দ্র করে বিজয় মিছিল বের করা হয়েছে।

মালদার ইংরেজবাজারের রাস্তায় জমায়েত বহু তৃণমূল সমর্থকের। প্রত্যেকের হাতে দলীয় পতাকা, সবুজ আবির। জেলার বিভিন্ন গ্রাম থেকে ইংরেজবাজার চত্বরে মালদা জেলার স্কুলে যেখানে কাউন্টিং হচ্ছে সেখানে দলের সমর্থকরা ভিড় জমিয়েছে। কয়েক হাজার মানুষ জমা হয়েছে রাস্তায়। তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তারা বিজয় উৎসবে মেতে উঠেছে।

   

গ্রাম পঞ্চায়েতের গণনার প্রক্রিয়া বেশ কিছু অংশে শেষ হয়েছে। এরপর পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ প্রত্যেকটি স্তরে শাসকদল এগিয়ে রয়েছে। উচ্ছাসে শাসকদল। ১৪৪ ধারা জারির কারণে তার এক পাশে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ।

তবে পঞ্চায়েত ভোট পর্বকালে এই মালদা জুড়েই খুন, হিংসা ব্যালট বক্স চুরি, একের পর এক ছাপ্পা হয়। এবার পঞ্চায়েত গণনা পর্বে বিরোধীদের হারিয়ে সাফল্যের দিকে শাসক দল।