আদালতের নির্দেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিস, চলল বুলডোজার

আদালতের নির্দেশে তৃণমূলের (TMC) পার্টি অফিসে চলল বুলডোজার। ওল্ড মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে এই পার্টি অফিসটি বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল। এক ব্যবসায়ী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত ওই পার্টি অফিস (TMC) ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। সেই মতো আজ বিশাল পুলিশবাহিনী এনে শুরু হয় অভিযান।

Advertisements

এর পর চোখের নিমেষে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় পার্টি অফিস। তৃণমূলের পার্টি অফিস লাগোয়া একটি ক্লাবও ভেঙে ফেলা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে এ নিয়ে নোটিস দেওয়া হয়। এরপর আজ, শুক্রবার সকালে অভিযান শুরু হয়। ভাঙার আগে তৃণমূলের পার্টি অফিসের জিনিসপত্র সরিয়ে নিয়ে যান দলের নেতা-কর্মী-সমর্থকরা।

কয়েক সপ্তাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত জবরদখল নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। তারপরই মাঠে নামে পুলিশ ও পুরসভা। তারপর টানা কয়েকদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বেআইনি উচ্ছেদ অভিযান। পরে অবশ্য সাংবাদিক বৈঠকে এক মাস বন্ধ উচ্ছেদ অভিযান রাখার কথা জানান মমতা।

মুখ পুড়তেই বড় তোপ রাজ্যপালের, স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির দুয়ারে আনন্দ বোস!

Advertisements

এর আগে তারাতলায় রাস্তার উপরে থাকা বিজেপির পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বুলডোজার চালানো হয়। বিজেপির তরফে অভিযোগ করা হয়, কলকাতা শহরের বিভিন্ন এলাকায় রাস্তা, সরকারি জমি দখল করে পার্টি অফিস গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস। সেগুলি বহাল তবিয়তে রয়েছে। বেছে বেছে বিজেপির পার্টি অফিসগুলি ভাঙা হচ্ছে।

বিজেপির এক মহিলা কর্মী বলেন, এই পার্টি অফিসটি আজকের নয়। গত ৪০ বছর ধরে তারাতলার ওই জায়গায় আমাদের পার্টি অফিসটি রয়েছে। কোনও কারণ না জানিয়েই বুলডোজার চালিয়ে সেটি ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের অবৈধ পার্টি অফিসগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেন না বলে অভিযোগ করেছিলেন তিনি।

চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের