
গঙ্গাসাগর: “সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার!” সনাতন ধর্মের এই প্রাচীন প্রবাদকে পাথেয় করে বুধবার মকর সংক্রান্তির পুণ্যলগ্নে সাগরে ঢল নেমেছে লক্ষ লক্ষ মানুষের। কনকনে শীত উপেক্ষা করেই মঙ্গলবার রাত থেকে মুড়িগঙ্গা পেরিয়ে কপিলমুনির আশ্রমে জমায়েত হয়েছেন হাজার হাজার পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীরা। বুধবার ভোরে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরের পবিত্র সঙ্গমে ডুব দেবেন তাঁরা।
মকর সংক্রান্তির মাহাত্ম্য ও জ্যোতিষযোগ
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, সূর্য যখন ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে, তখনই শুরু হয় মকর সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্রে এই দিনটির গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয়, শনি ও সূর্যের পারস্পরিক বিরোধ থাকলেও এই বিশেষ দিনে পিতা সূর্যদেব সমস্ত অভিমান ভুলে পুত্র শনির ঘরে পদার্পণ করেন। এই মিলনকালকেই সম্পর্কের সৌহার্দ্য ও নতুন শুরুর প্রতীক হিসেবে ধরা হয়। শীতের দীর্ঘ রাত কাটিয়ে সূর্যের এই ‘উত্তরণ’ পর্ব থেকেই দিন বড় হতে শুরু করে, যা কৃষি ও আধ্যাত্মিক জীবনে শুভ বার্তার বাহক।
নিরাপত্তায় প্রযুক্তির চমক: প্রথমবার ‘রেসকিউ ড্রোন’ Makar Sankranti holy bath at Gangasagar
২০২৬ সালের গঙ্গাসাগর মেলাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ভিড় নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রুখতে মেলা প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ‘ওয়াটার ড্রোন’ বা ‘রেসকিউ ড্রোন’। প্রশাসন সূত্রে খবর, কপিলমুনির আশ্রম ও প্রধান স্নানঘাটগুলোতে নজরদারির পাশাপাশি জরুরি উদ্ধারকাজে এই হাই-টেক ড্রোন বড় ভূমিকা নেবে। এই ড্রোনের বিশেষত্ব হলো— এটি প্রায় ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম, ফলে সমুদ্রে কেউ বিপদে পড়লে তাঁকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মুখ্যমন্ত্রীর উদ্বোধন ও ভক্তদের অনুভূতি
গত সপ্তাহেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ভিড় বাড়ছে সাগরতটে। রাজস্থান থেকে আসা এক পুণ্যার্থী জানান, “সাগরে আসা মানেই অন্যরকম এক প্রাপ্তি। এখানে স্নান সেরে কপিলমুনির দর্শন করলে যে মানসিক শক্তি পাওয়া যায়, তা অতুলনীয়।”
প্রশাসনিক তৎপরতা
ভিড় সামাল দিতে মেলা চত্বরে হাজার হাজার পুলিশ কর্মী, ভলান্টিয়ার ও সিভিল ডিফেন্স মোতায়েন রয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তে চলছে নজরদারি। মেলা ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তার জন্য পর্যাপ্ত অস্থায়ী চিকিৎসাকেন্দ্র ও পানীয় জলের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার।
West Bengal: Experience Gangasagar Mela 2026: Millions join the Makar Sankranti holy bath as West Bengal deploys high-speed rescue drones for pilgrim safety. Discover the spiritual significance of the Sun’s transit and the Kapil Muni temple rituals in 2026.










