West Bengal: পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে রাজ্যজুড়ে আইপিএসদের বড়সড় রদবদল

পঞ্চায়েত নির্বাচনের (panchayat elections) আগে কলকাতা ও রাজ্য পুলিশের ( West Bengal) একাধিক পদে ঢালাও বদলি।

IPS

পঞ্চায়েত নির্বাচনের (panchayat elections) আগে কলকাতা ও রাজ্য পুলিশের ( West Bengal) একাধিক পদে ঢালাও বদলি। বুধবার রাতে রাজ্যের স্বরাষ্ট্র দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বদলি এবং পদোন্নতির ওই তালিকায় রয়েছে ৫১ জন পুলিশ আধিকারিকের নাম। হঠাৎ এই বিরাট বদল নিয়ে প্রশ্নক উঠছে। কিন্তু নবান্নের তরফে জানানো হয়েছে, এটা রুটিনমাফিক বদল।

এদিন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধরকে সরানো হল। তাঁর পরিবর্তে নতুন গোয়েন্দা প্রধান কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী। মুরলীধর হলেন অতিরিক্ত কমিশনার। পাশাপাশি বদলি হলেন স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি জ্ঞানবন্ত সিংহও। এ বার তাঁকে সশস্ত্র বাহিনীর এডিজি করা হয়েছে। নতুন এডিজি এসটিএফ হলেন সঞ্জয় সিংহ। পদোন্নতি হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) আকাশ মাঘারিয়ার।

বদলি করা হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্র্যাফিক সন্তোষ পাণ্ডেকেও। এবার যুগ্ম কমিশনার (সদর) পদে থাকবেন তিনি। নতুন জয়েন্ট সিপি ট্র্যাফিক হলেন রূপেশ কুমার। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হলেন শুভঙ্কর সিনহা সরকার এবং কল্যাণ মুখোপাধ্যায়ও।

ভোলানাথ পাণ্ডেকে সরিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামীকে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ধৃতিমান সরকারকেও বদলি করা হল। তাঁকে পাঠানো হল পশ্চিম মেদিনীপুরের সুপার করে। অন্য দিকে, পশ্চিম মেদিনীপুরের সুপার পদে থাকা দীনেশ কুমারকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে নিয়ে আসা হয়েছে।

বিধাননগরের ডেপুটি কমিশনার প্রবীণ প্রকাশকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। দার্জিলিং জেলার পুলিশ সুপার করানো হয়েছে প্রবীণকে।