দিঘা – কাঁথি ১১৬ বি জাতীয় সড়কের ইঞ্জিন রিক্সা ও পর্যটকের গাড়ি মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। শুক্রবার বিকাল ৫ টা নাগাদ রামনগরের পিছাবনি বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় রক্তাক্ত জখম তিনজন’কে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালের নিয়ে আসেন। চিকিৎসক পর্ষটক গাড়ি্র একজন’কে মৃত বলে ঘোষণা করেন। আশাঙ্খজনক অবস্থায় দু’জন কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৃত পর্যটকের পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত পর্যটক এর বাড়ি উত্তর ২৪ পরগনা বনগাঁর বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর ইঞ্জিন রিক্সা ও পর্যটকে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঠিক কী কারণে দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।