HomeWest BengalMahua Maitra: বিধানসভা জুড়ে লিফলেটে বিলি হচ্ছে মহুয়া মৈত্রের দুর্নাম

Mahua Maitra: বিধানসভা জুড়ে লিফলেটে বিলি হচ্ছে মহুয়া মৈত্রের দুর্নাম

- Advertisement -

বৃহস্পতিবার অধিবেশন শেষে নিজেদের কেবিনে ঢুকেই টেবিলে হলুদ রঙয়ের লিফলেট দেখতে পেলেন মন্ত্রীরা৷ কৌতুহলবশত পড়তে শুরু করেন অনেকেই৷ কিন্তু দেখে চমকে উঠলেন মন্ত্রীরা। কারণ, তাতে একাধিক অভিযোগ লেখা রয়েছে। অভিযুক্তের নিশানায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)৷

নদিয়া জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল সম্পর্কে অবগত রাজ্য রাজনীতির বিশ্লেষকরা। বিধায়ক, জেলার নেতাদেরকে তোয়াক্কা না করেই নিজের মতো করে কাজ চালিয়ে যান সাংসদ মহুয়া মৈত্র। ২০২১ সালে প্রশাসনিক মঞ্চ থেকে আগেই সাবধান করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। আর সেই দ্বন্দ্ব যে এখন বর্তমান, তা এখন বোঝা গেল লিফলেটে।

   

২০১১ সালে তৃণমূলে যোগদান করেছিলেন মহুয়া৷ তৃণমূলের একাধিক আন্দোলনে না থাকার কথাও উল্লেখ রয়েছে লিফলেটে। সেখান থেকে করিমপুরের বিধায়ক এবং কৃষ্ণনগরের সাংসদ হওয়ার যাত্রা সবটাই লেখা রয়েছে লিফলেটে। জেলার দায়িত্ব দেওয়ার সময় দলনেত্রীর মুখের দিকে তাকিয়ে মুখ বুজে সবটা সহ্য করা হয়েছে। এমনটাও উল্লেখ রয়েছে সেখানে। জৈনক্য প্রতিকার মণ্ডলের তরফে দেওয়া হয়েছে পোস্টার।

লিফলেটের শেষে আবার একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে। যেটা বিস্ফোরক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেখানে স্পষ্ট ভাষায় লেখা, গুটিকয়েক ওসি, আইসি, বিডিওদের নিয়ে আপনি ২৪ এর নির্বাচনের প্রস্তুতি করছেন? আপনার সঙ্গে ২৪ এ দেখা হবে তো?

যদিও এই অভিযোগ নতুন কিছু নয়, বিধায়কদের ডিঙিয়ে সরকারী আধিকারিকদের নিয়ে একাধিক কাজ পরিচালনা করেন তিনি৷ এমনকি শিক্ষক নিয়োগ নিয়ে তেহট্টের বিধায়কের বিরুদ্ধে মন্তব্য সেই বিবাদে ঘৃতাহুতি দিয়েছে৷ বৃহস্পতিবার বিধানসভায় এই লিফলেট শাসক দলের ঘাম ছুটিয়েছে৷ এবিষয়ে কোনও সন্দেহ নেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular