মহেশতলা: চোর সন্দেহে গণধোলাই৷ পিটিয়ে খুন করা হল এক যুবককে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মহেশতলায়৷
রক্তাক্ত দেহ উদ্ধার
বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলার একটি নির্মীয়মান আবাসন থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ ঘটনাস্থল থেকে বেশ কিছু লাঠি ও ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে৷ অভিযোগ চোর সন্দেহেই ওই যুবককে পিটিয়ে মারা হয়েছে৷
রাতে শোনা গিয়েছিল আর্তনাদ
স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ জানাতে পারে, বুধবার গভীর রাতে ওই বাড়ি থেকে আর্তনাদ শোনা গিয়েছিল। ভোরবেলা ওই আবাসন থেকে মিস্ত্রিদের বেরিয়ে আসতে দেখা যায়। বেলার দিকে প্রোমোটাররা ওই আবানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই যুবকের দেহ। কেন খুন করা হল তাঁকে? কারাই বা এই কাজ করল? ওই যুবকের পরিচয়ই বা কী?
বেধড়ক মারধর
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দেব দাস। বয়স বাইশ বছর৷ এলাকায় সকলে তাঁকে আটা নামে চেনেন। শিয়ালদহ বজবজ শাখার নুঙ্গি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা৷ এর আগেও ওই যুবকের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। মনে করা হচ্ছে, চুরি করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ে যায় দেব৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে। মারের আঘাতেই মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷