Rahul Gandhi: দুপুরে ধাবায় মধ্যাহ্নভোজ রাহুলের, থাকছে কড়াইশুঁটির কচুরি, মালাই চিংড়ি

বঙ্গে এলেন রাহুল গান্ধী। উত্তরবঙ্গে রবিবার সকালেই চলে এসেছেন তিনি। অপর দিকে, আজই সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁদের দুজনের কী দেখা হবে, তা…

Rahul Gandhi in WB

বঙ্গে এলেন রাহুল গান্ধী। উত্তরবঙ্গে রবিবার সকালেই চলে এসেছেন তিনি। অপর দিকে, আজই সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁদের দুজনের কী দেখা হবে, তা নিয়ে বাড়ছে জল্পনার পারদ। বাগডোগরা বিমান বন্দরে নামার পর রাহুল সরাসরি যাচ্ছেন জলপাইগুড়ি।

জলপাইগুড়িতে কর্মসূচি সেরে নিয়ে ন্যায় যাত্রার নির্দিষ্ট গাড়ি করে শিলিগুড়ি যাবার কথা রয়েছে রাহুল গান্ধীর। এরপর কথা রয়েছে থানা মোড় থেকে এয়ারভিউ মোড় অবধি একটি পদযাত্রার। ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাহাড়পুর এলাকার খান্ডালা ধাবায় মধ্যাহ্নভোজ সারবেন রাহুল গান্ধী। কী কী খাওয়ার আয়োজন করা হয়েছে? জেনে নিন বিস্তারিত।

শোনা যাচ্ছে, রাহুলের মেনুতে থাকতে পারে কড়াইশুঁটির কচুরির। কচুরির সঙ্গে আলুর দম তো থাকছেই। এরপর সাদা ভাতের সঙ্গে থাকবে মালাই চিংড়ি। শেষ পাতে থাকবে গাজরের হালুয়া।

খান্ডালা ধাবার কর্মীরা খাবার আয়োজনে ব্যস্ত সকাল থেকেই। হোটেল মালিক প্রলয় নাগ বলছেন, “আড়াইশো থেকে তিনশো লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই আমরা আয়োজন শুরু করে দিয়েছি। সব কিছুই থাকছে। ছোলার ডাল আছে, গাজরের হালুয়া, মালাই চিংড়ি থাকছে। উনি যে এখানে খাবেন এটা ভেবে খুবই ভাল লাগছে। আমাদের কর্মীরাও খুব খুশি। আমরা চেষ্টা করছি সবটা ভালভাবে করার।“

আজ দুপুর দু’টোর পর জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড দিয়েই রোড শো করার কথা রয়েছে রাহুল গান্ধীর। তার আগে এই এলাকায় ফের রাহুল গান্ধীর ফ্লেক্সে ব্লেড চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমত শোরগোল পরে গিয়েছে।

এছাড়া খবর এসেছে যে রাহুল গান্ধীর টিমের বাস আটকে দিয়েছে পুলিশ। এই অভিযোগে সরগরম জলপাইগুড়ি পাহাড়পুর মোড়। অভিযোগ, জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস ঢুকতেই আটকে দেয় হয় পুলিশ। এরপর শুরু হয় বচসা। তবে যেহেতু পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে সে কারণেই বাস ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।