গণনার গতিতে বীরভূম তৃণমূলেরই, তিহারে অট্টহাসি অনুব্রতর

বীরভূম থেকে শতাব্দী ও বোলপুর থেকে অসিত মালের বিরাট গতিতে এগিয়ে থাকাকেই তৃণমূল জয় বলে ধরে নিল। জেলা তৃণমূলের দাবি, দুটি আসনেই জয় নিশ্চিত। খবর চলে গেছে দাদার কাছে। তিনি খুশি।

তিহারে বন্দি অনুব্রত মণ্ডল। গরু পাচার তদন্তে তিনি ও তাঁর কন্যা সুকন্যা হেফাজতে। তিহার থেকেই অনুব্রত জানলেন রাজ্যে তৃ়নমূলের জয়ের খবর। অনুব্রত কি ছাড়া পাবেন? জেলা তৃণমূলের ইঙ্গিত কেন্দ্রে যদি ইন্ডিয়া জোট সরকার গড়ে তবে তিনি ছাড়া পেতে পারেন।

   

লোকসভা ভোটের গণনায় এক্সিট পোল পরাজিত। জিতছে এক্সাক্ট পোল অর্থাত জনতার রায়। গণনায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে শাসক তৃণমূলের প্রতি সমর্থন রেখেছেন রাজ্যবাসী। বিজেপির ফের ধাক্কা। বাম-কংগ্রেসের ভোট বাড়ছে। বিশ্লেষণ বলছে, এই গতি থাকলে বিধানসভা ভোটে বাম জোটের সঙ্গেই তৃণমূলের লড়াই।

গণনার গতিতে দেশজুড়ে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের সঙ্গে কড়া টক্কর নিয়েছে কংগ্রেস নেতৃত্বের ইন্ডিয়া জোট। সরকার গড়তে অন্যান্য দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন