Loksabha Election 2024: ডায়মন্ড হারবার থেকে বিজেপির সম্ভবত প্রার্থী কৌস্তভ বাগচী

লোকসভা ভোটের ডঙ্কা বেজে গিয়েছে দেশজুড়ে। এদিকে ভোটকে কেন্দ্র করে একে একে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা তৈরি এবং ঘোষণা করতে ব্যস্ত। যদিও এই ভোটের আগে…

লোকসভা ভোটের ডঙ্কা বেজে গিয়েছে দেশজুড়ে। এদিকে ভোটকে কেন্দ্র করে একে একে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা তৈরি এবং ঘোষণা করতে ব্যস্ত। যদিও এই ভোটের আগে বেশ কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনার সাক্ষী থেকেছে দেশ তথা বাংলা। যেমন কৌস্তভ বাগচী। ভোটের মুখে আচমকাই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন বিশিষ্ট এই আইনজীবী।

এরপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কৌস্তভ কি লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হবে বাংলা থেকে? আর যদি প্রার্থী হয়ও তাহলে কোন আসন থেকে প্রার্থী হবে সেই নিয়ে উঠছিল নানা প্রশ্ন। ইতিমধ্যে রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছে যে ডায়মন্ড হারবার থেকে খুব সম্ভবত প্রার্থী করা হবে কৌস্তভ বাগচীকে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব।

   

এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিশেষ করে নজর রয়েছে সকলের। কারণ এই কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই বারের ভোটেও ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের সেনাপতি। সেখানে অভিষেকের মতো হেভিওয়েটকে টেক্কা দিতে কিছুটা হলেও সময় নিচ্ছে বিজেপি। ইতিমধ্যে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। এই ১৯৫ টি আসনের প্রার্থী তালিকা ১৬ টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ২০ টি আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। কিন্তু সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে কে প্রার্থী হবে সেই নিয়ে কিছু জানায়নি বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়ানো অভিষেককে হারানো কিছুটা হলেও চ্যালেঞ্জের বিষয় হবে বিজেপির বলে মত বিশিষ্ট মহলের। অনেকে আবার এও বলতে শুরু করে দিয়েছেন যে এই আসনে অভিষেককে হারানো এককথায় অসম্ভব।

অনেকেই মনে করছে কৌস্তভ বাগচীর মতো বড় মুখকে এই জায়গায় প্রার্থী করতে পারে বিজেপি। আবার এও শোনা যাচ্ছে, অভিষেকের বিরুদ্ধে এই ডায়মন্ড হারবারে প্রার্থী করা হতে পারে একদা মুতা বন্দ্যোপাধ্যায়ের ‘সৈনিক’ সোনালি গুহকে। যদিও এখন বিজেপি কাকে প্রার্থী করে সেদিকে বিশেষ নজর থাকবে সকলের।