Lok Sabha Election: আচমকা মনোনয়ন তুলে নিলেন বারাসতের প্রার্থী কাকলি

মনোনয়ন জমা দেওয়ার (Lok Sabha Election) ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিলেন প্রার্থী। চাঞ্চল্যকর ঘটনাটি বারাসত লোকসভা কেন্দ্রের। আজ, বুধবার বিকেলে মনোনয়ন প্রত্যাহার করে…

Election commission of India denies any irregularities in Maharashtra election alliged by Congress

মনোনয়ন জমা দেওয়ার (Lok Sabha Election) ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিলেন প্রার্থী। চাঞ্চল্যকর ঘটনাটি বারাসত লোকসভা কেন্দ্রের। আজ, বুধবার বিকেলে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বারাসতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ। এদিন সকালে খবর ছড়ায়, কাকলিকে অপহরণ করা হয়েছে। যদিও বিকেলে আচমকাই জেলাশাসকের দফতরে হাজির হয়ে কাকলি মনোনয়ন প্রত্যাহার করে নেন। একই সঙ্গে দাবি করেন, কেউ তাঁকে অপহরণ করেনি। কেউ তুলে নিয়ে যায়নি।

কাকলি বলেন, আমাকে কেউ অপহরণ করেনি। কেউ তুলে নিয়ে যায়নি আমাকে। মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে বারাসতের নির্দল প্রার্থী বলেন, আমি নিজের ইচ্ছাতেই মনোনয়ন প্রত্যাহার করছি। মঙ্গলবারই মনোনয়ন জমা দেন বারাসতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ। সেই মনোনয়ন নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ মনোনয়ন জমা দেওয়ার সময় কাকলির পাশে দেখা যায় বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের আপ্ত সহায়ক প্রবীর রায়কে।

   

যদিও এই অভিযোগ অস্বীকার করে প্রবীর বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। ওই সময় অন্য একটি কাজে আমি জেলাশাসকের ঘরে ছিলাম।

Sukanta Majumdar: ‘বিজেপি এইভাবে ইভিএমে কায়দা করে’, এ কী বললেন সুকান্ত মজুমদার

মনোনয়ন জমা দিয়ে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই কাকলিকে অপহরণ করা হয় বলে অভিযোগ। মনোনয়ন জমা দিয়ে কাকলি বাপের বাড়ি হাবড়ার বামিহাটি এলাকায় যান। রাতে ১০-১৫ জনের বাইক বাহিনী এসে কাকলি এবং তাঁর স্বামী সঞ্জীবকে বাইকে করে তুলে নিয়ে যায় বলে দাবি তাঁর অনুগামীদের। এর পর থেকেই দু’জনের মোবাইল ফোন ‘সুইচড অফ’ হয়ে যায়। এই ঘটনায় নির্দল প্রার্থীর অনুগামীরা হাবরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

কাকলির এক অনুগামী বলেন, মনোনয়ন প্রত্যাহারের জন্য পরিকল্পনা করেই আমাদের প্রার্থী কাকলি ঘোষকে চাপ দেওয়া হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল প্রার্থী হয়েছেন এখান থেকে। একই নাম এবং পদবি হওয়ায় আমাদের প্রার্থীকে অপহরণ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার করাতে এই সব করা হচ্ছে। তবে এসব করে কোনও লাভ হবে না। কাকলির বাড়ি ঘিরে রয়েছে তৃণমূলের গুন্ডারা। তাই আমরাই থানায় অভিযোগ দায়ের করলাম।

Amit Shah: ‘ভোটের পরেই মুখ্যমন্ত্রী বদল হবে’, বিরাট ঘোষণা অমিত শাহর

লোকসভা নির্বাচনে সপ্তম দফায়, আগামী ১ জুন বারাসত লোকসভা কেন্দ্রে ভোট। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।