Lok Sabha Election: চোপড়ায় বুথের বাইরে জমায়েত, লাঠি হাতে তাড়া কেন্দ্রীয় বাহিনীর

দার্জিলিং লোকসভা (Lok Sabha Election) কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে একমাত্র চোপড়া তৃণমূলের দখলে রয়েছে। সেই চোপড়াতেই ভোটের দুপুরে অশান্তির ঘটনা ঘটল। চোপড়ার আমতলা স্কুলের বুথের…

Central-Force

দার্জিলিং লোকসভা (Lok Sabha Election) কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে একমাত্র চোপড়া তৃণমূলের দখলে রয়েছে। সেই চোপড়াতেই ভোটের দুপুরে অশান্তির ঘটনা ঘটল। চোপড়ার আমতলা স্কুলের বুথের একশো মিটারের মধ্যে জমায়েত করার অভিযোগ ওঠে। যদিও দ্রুত পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে ভিড় হঠিয়ে দেন জওয়ানরা। এছাড়াও চোপড়ার আরও কয়েকটি বুথেও সামান্য গন্ডগোল ছড়ায়। সবক্ষেত্রেই কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় বাহিনী।

এদিকে চোপড়ায় তৃণমূল পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তিনি বলেন, চোপড়ায় তৃণমূলের বাইক বাহিনী বন্দুক নিয়ে ঘুরছে। গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। বাড়ি থেকে বেরোতে পারছেন না ভোটাররা। ৩০ থেকে ৪০টি বুথে আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। চোপড়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। বন্দুক নিয়ে যারা রাস্তার মাঝখানে ঘুরছে, তাদের গুলি করা উচিত বলেও মন্তব্য করেন রাজু।

চোপড়াতেই বিভিন্ন বুথে আবার ভোটদানের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। অনেক ভোটার চাপে পড়ে ছবি তুলেছেন বলে অভিযোগ। বিজেপি-তৃণমূল দু’পক্ষই একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছে। যদিও চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানিয়েছেন, গোটা চোপড়ায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এদিকে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আবার আলোর অভাবে অভিযোগ তুলেছেন ভোটাররা। টর্চ জ্বালিয়ে ভোট দিতে হচ্ছে। প্রিসাইডিং অফিসারের দাবি, অনেক বলার পর একটিমাত্র টিউব লাইট লাগানো হয়েছে। 

আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের ১৩টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোট হচ্ছে। বাংলার তিন আসন – দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটেও এদিন ভোট হচ্ছে। এর আগে গত ১৯ এপ্রিল, প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি আসন – কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ দেশের মোট ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।

বাংলার তিন কেন্দ্রে আজ মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দার্জিলিংয়ে রয়েছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের কেন্দ্রীয় বাহিনী থাকছে ১১১ কোম্পানি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও। ভোটের কাজে আজ ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ রয়েছে।

দার্জিলিংয়ে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮৪ হাজার ৩৩৫। মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮১ হাজার ৩৬৮। দার্জিলিং কেন্দ্রে বিজেপি টিকিট দিয়েছে বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে। তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আমলা গোপাল লামাকে। মুনীশ তামাংকে প্রার্থী করেছে কংগ্রেস। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা নির্দল হিসেবে ভোটে লড়ছেন।