Lok Sabha Election: বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ হলদিয়ায়

বুথ দখল করে (Lok Sabha Election) দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল। ভোটের দিন এই অভিযোগ তুললেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকাল…

lok-sabha-election-allegations-of-rigged-votes-against-trinamool-congress-haldia

বুথ দখল করে (Lok Sabha Election) দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল। ভোটের দিন এই অভিযোগ তুললেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকাল থেকে অভিজিতকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল। হলদিয়ায় ছাপ্পা ভোটের খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী। সেই সময় অভিজিতকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে চোর-চোর স্লোগান দেওয়া হয়। গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তৃণমূল কর্মী-সমর্থকরাই তাঁর উদ্দেশ্যে স্লোগান দেন। কুইক রেসপন্স টিম এসে তাঁকে নিয়ে যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কিউআরটি টিমকে খবর দিয়েছি। স্লোগান দিচ্ছে তো আমি কী করব?

   

এবারের ভোটে রাজ্যের হটসিটগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক অন্যতম। এই আসনে বিজেপির প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের টিকিটে লড়ছেন যুবনেতা তথা দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election: বিজেপিকে ভোট দিন! ভোটারদের ধমকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের

আজ, শনিবার ষষ্ঠ দফায় বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে ভোট হচ্ছে। কেন্দ্রগুলি হল – মেদিনীপুর, ঘাটাল, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারসংখ্যা ১ কোটি ৪৫ লক্ষের বেশি। বুথের সংখ্যা – ১৫,৬০০। এর মধ্যে ২,৬৭৮টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

ভোটে ৯ জন সাধারণ পর্যবেক্ষক এবং ৫ জন পুলিশ পর্যবেক্ষক রয়েছেন। ষষ্ঠ দফায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই রয়েছে – ২৩৭ কোম্পানি‌ কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের ২৯,৪৬৮ জন কর্মীও আজ দায়িত্বে রয়েছেন। প্রতি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

‘ভোটের দিন তৃণমূল সমর্থকরা যেন বাড়ি থেকে না বেরোয়’, বিস্ফোরক ভিডিয়ো পোস্ট কুণালের

রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে এই দফায়। ৬ জেলার ৮টি কেন্দ্রের জন্য মোট ৮৯২টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জন্য ২১৩, পূর্ব মেদিনীপুরের জন্য ২৩২, বাঁকুড়ার জন্য ১৭৩, ঝাড়গ্রামের জন্য ১২৮, পুরুলিয়ার জন্য ১৩২ এবং পূর্ব বর্ধমানের জন্য ১৪টি টিম রাখা হয়েছে। রাজ্যে ৮ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৯ জন প্রার্থী।