Loksabha Election 2024: উত্তপ্ত চতুর্থ দফায় বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে খুনের হুমকি, মারধরের অভিযোগ

আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে লোকসভার (Loksabha Election 2024) তৃতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। এদিকে ভোট শুরু হতেই বাংলায় দিকে দিকে অশান্তির খবর উঠে আসছে।…

আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে লোকসভার (Loksabha Election 2024) তৃতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। এদিকে ভোট শুরু হতেই বাংলায় দিকে দিকে অশান্তির খবর উঠে আসছে। একদিকে যেমন মন্তেশ্বরে বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

এদিকে পূর্বস্থলীতে বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও খবর। দুর্গাপুরে বিজেপির এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই কেন্দ্রের বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কীর্তি আজাদকে। এবার আসা যাক বহরমপুরের কথায়। কংগ্রেস মনোনীত প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, বেলডাঙা, সালারে কংগ্রেস এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে।

   

রানীগঞ্জে বিজেপিকে কর্মীকে মারধর তো আবার কালীগঞ্জে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় শাসক দল তৃণমূল। উল্লেখ্য, আজ দেশের ৯৬টি আসনে ভোট হচ্ছে। অন্যান্য দিনের মতো আজও অনেক প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে। যেমন রয়েছেন মহুয়া মৈত্র থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী, কীর্তি আজাদ, দিলীপ ঘোষ প্রমুখ।