Lok Sabha Election 2024: অশান্তি থামার লক্ষণ নেই! জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

উত্তরবঙ্গের তিন আসনে ভোট (Lok Sabha Election 2024) মিটলেও অশান্তি থামার লক্ষণ নেই! এবার বিজেপি কর্মীদের বাড়ীতে হামলা চালানোর অভিযোগ। কাঠগড়ায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।…

BJP-TMC-Flag

উত্তরবঙ্গের তিন আসনে ভোট (Lok Sabha Election 2024) মিটলেও অশান্তি থামার লক্ষণ নেই! এবার বিজেপি কর্মীদের বাড়ীতে হামলা চালানোর অভিযোগ। কাঠগড়ায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগ মানতে চায়নি জোড়াফুল শিবির। জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন‍্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। পুলিশ পিকেটও বসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট শেষ হওয়ার পরই সন্ন্যাসীকাটায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে। যদিও গেরুয়া শিবিরের এই অভিযোগ মানতে চায়নি রাজ্যের শাসকদল। তৃণমূলের বক্তব্য, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা। তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নয়।

জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত শিলিগুড়ির একটি এলাকাতেও অশান্তির ঘটনা ঘটে। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। মারের চোটে গুরুতর আহত হন তিনি। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবেই তাদের নেতার ওপর হামলা চালিয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গুরুতর আহত বুথ সভাপতি হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুধু জলপাইগুড়িই নয়, ভোট মেটার পর অশান্তির ঘটনা ঘটেছে কোচবিহারেও। শীতলকুচিতে ইভিএম লুটের চেষ্টা করা হয়। অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূলের বক্তব্য, এলাকায় ব্যাপক বোমাবাজি করে ইভিএম লুটের ছক কষেছিল বিজেপি। কিন্তু ওরা ইভিএম লুট করতে পারেনি। অশান্তি করাই বিজেপির একমাত্র কাজ। ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিন কেন্দ্র – কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন হয়েছে। একই সঙ্গে দেশের আরও ৯৯টি আসনে ভোট হয়। কোচবিহারে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও বাকি দুই জেলায় মোটের ওপর ভোট শান্তিপূর্ণই হয়েছে। কিন্তু ভোট মিটতেই শুরু হল নতুন করে অশান্তি!