Lok Sabha Election 2024: কোচবিহারে ভোটের আগে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কোচবিহারে ভোটের (Lok Sabha Election 2024) আগে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। ঘটনা ঘিরে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা…

কোচবিহারে ভোটের (Lok Sabha Election 2024) আগে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। ঘটনা ঘিরে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অস্ত্র হাতে ভোটারদের ভয় দেখাচ্ছে। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, অস্ত্র হাতে ঘোরাঘুরি করছেন বেশ কয়েকজন যুবক।

বিজেপির অভিযোগ, বুধবার রাতে শীতলকুচির সতীপুকুর এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তিন যুবক। দলের কর্মীরা তাদের তাড়া করে। দু’জন পালিয়ে গেলেও একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় বিজেপি কর্মীরা। তৃণমূল বিরুদ্ধে গেরুয়া শিবির সন্ত্রাসের অভিযোগ তুলেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, ভোটের আগে বিজেপিই ভোটারদের ভয় দেখাচ্ছে।

তৃণমূল নেতা উদয়ন গুহর খাসতালুক দিনহাটাতেও অশান্তির ঘটনা সামনে এসেছে। দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি কর্মীরা তৃণমূলের ওপর চড়াও হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরও করা হয়। একই সঙ্গে তৃণমূলের একটি গাড়ি ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিনহাটা থানার সামনে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

আগামী কাল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসনে লোকসভা নির্বাচন। এর মধ্যে কোচবিহার আসনে শান্তিতে ভোট সম্পন্ন করাই কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোচবিহারে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তারপর থেকে বহুবার হিংসা ছড়িয়েছে কোচবিহারে। কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সঙ্গে তৃণমূল নেতা উদয়ন গুহর ঝামেলার কথা কারও অজানা নয়।

কোচবিহারে বিজেপি বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে টিকিট দিয়েছে। আর তৃণমূল প্রার্থী করেছে সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে। অন্য দলের প্রার্থীরা থাকলেও এই কেন্দ্রে মূল লড়াই হবে নিশীথ ও জগদীশের মধ্যে। এর আগে ২০১৯ সালে কোচবিহার থেকে মাত্র ৫৪০০০ ভোটে জিতে সাংসদ হন নিশীথ।