সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! বাংলায় একধাক্কায় অনেকটাই বাড়ছে মদের দাম

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! উৎসব মরশুমের আগে বাংলায় বাড়তে (Liquor Price) চলেছে সমস্ত রকমের মদের দাম। এর আগে বিয়ারের দাম বাড়ানো হয়েছিল। পরে অবশ্য দাম কমানো…

Image of bottles of various liquors arranged neatly on shelves

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! উৎসব মরশুমের আগে বাংলায় বাড়তে (Liquor Price) চলেছে সমস্ত রকমের মদের দাম। এর আগে বিয়ারের দাম বাড়ানো হয়েছিল। পরে অবশ্য দাম কমানো হয়। কিন্ত এবার ফের দাম বাড়তে (Liquor Price) চলেছে। অবশ্য শুধু বিয়ার নয়, সমস্ত ধরনের মদের দামই বাড়ানো হবে বলে খবর। সূত্রের খবর, ১৪ অগস্ট থেকে বর্ধিত দাম কার্যকর হবে।

ঠিক কী কারণে মদের দাম বাড়ানো হবে? সূত্রের খবর, রাজ্য সরকারের কোষাগারের ওপর চাপ রয়েছে। ঠিক সেই কারণেই আপাতত আয়বৃদ্ধির দিকে ঝুঁকছে নবান্ন। মূলত রাজ্য সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যেই মদের দাম বাড়ানো হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বাজারে মদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায়ের জন্য দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

   

আইএমএফএল ও ফরেন লিকারের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। দেশি মদ বা কান্ট্রি স্পিরিটের দাম বোতলে ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি করা হতে পারে। ২৬ জুলাইয়ের মধ্যে বিয়ার ও মদ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিড জমা দিতে বলা হয়েছে। ২৯ জুলাই বিড খোলা হবে। আর পরের মাস থেকেই বাড়বে দাম।

মমতার কড়া সিদ্ধান্তেই জোগান বাড়িয়ে সস্তা হচ্ছে আলু ?

এর আগে ২০২১ সালে মদের দাম বাড়িয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, ৬০০ মিলিলিটারের দেশি মদের বোতলের দাম ১৫৫ টাকা থেকে বেড়ে হতে পারে ১৬০ টাকা। আর ৩০০ ও ৩৫০ মিলিলিটারের ছোট বোতলের দাম যথাক্রমে ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ এবং ৯৫ থেকে বাড়িয়ে ১০০ করা হতে পারে বলে খবর।

বিয়ারের দামও বাড়তে চলেছে। যে সমস্ত বিয়ারের দাম এখন ১৩৫ টাকার কাছাকাছি, সেগুলির দাম বেড়ে ১৫০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশি বিয়ারের দাম ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

‘রাজনীতিতে সকলের সাহস থাকে না’, ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিরোধী শুভেন্দুকে সমর্থন তথাগত’র

লোকসভা ভোট মিটতেই এভাবে মদের দাম বাড়ানোয় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন মদ বিক্রেতারা। ব্যবসায়ীদের মতে, আচমকা এই দাম বৃদ্ধির ফলে চাহিদা কিছুটা হলেও কমতে পারে। বিশেষ করে গ্রামীণ ও নিম্নবিত্ত অঞ্চলে মদের চাহিদা কমতে পারে। এর ফলে তাদের লাভে টান পড়তে পারে।