আসানসোলে মন্ত্রীর নামে দেদার বিকোচ্ছে লেটারপ্যাড, গ্রেফতার এক

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছিল লেটারপ্যাডের রহস্য৷ যেখানে নেতা, মন্ত্রীদের লেটারপ্যাডে চাকরিপ্রার্থীদের নামের তালিকা এবং সুপারিশ পত্র চলে যেত নিয়োগ কর্তাদের কাছে। কলকাতা হাইকোর্টের কাছে শাসক দলের বিধায়কদের নামের তালিকা জমা পড়েছে। তদন্ত করতে নেমে আরও বেশ কিছু তথ্য হাতে পেয়েছে তদন্তকারী অফিসাররা। এরই মধ্যে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সাদা পাতায় রয়েছে মন্ত্রীর সাক্ষর। তা বিক্রি হচ্ছে শিল্পাঞ্চলে।

আসানসোলের জামুড়িয়ার পানিহাটি এলাকার ঘটনা। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের নামে ফাঁকা পাতায় সাক্ষর বিক্রি হয়েছে। ঘটনায় ইসিএলের কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রণজিৎ রায়। মন্ত্রীর সই কোথা থেকে পেল? কী কাজে ব্যবহার করা হল? সবটা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

   
আসানসোলে মন্ত্রীর নামে দেদার বিকোচ্ছে লেটারপ্যাড, গ্রেফতার এক
মলয় ঘটক

সূত্রের খবর, মন্ত্রীর সই করা কাগজে সুবিধে পাওয়া যায়। একারণেই ভুয়ো সাক্ষর করে বিক্রি করা হত। উদ্ধার করা হয়েছে লেটারপ্যাড, স্ট্যাম্প। জামুড়িয়ার পনেহাটি আবাসন থেকে সমস্ত কিছু বিক্রি হত বলে জানা গেছে। পুলিশের অনুমান, মন্ত্রীর সই করা লেটারপ্যাড অবৈধ কাজে ব্যবহার হতে পারে৷

মন্ত্রীর অফিসের তরফে অভিযোগ জমা পড়তেই তৎপর হয় পুলিশ৷ রণজিৎ রায়ের বিরুদ্ধে ৪১৯, ৪২০, ৪৬৭ ও ৪৬৮ নম্বর ধারায় মামলা হয়েছে। আসানসোল জেলা আদালতে তোলা হয়৷ তাঁকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন