Jalpaiguri: খাঁচায় ঢুকল চিতা, মাদারিহাটের চা মহল্লায় স্বস্তি

আপাতত স্বস্তি। কারণ খাঁচায় ঢুকেছে চিতা।মাদারিহাটের চা মহল্লায় উতপাত করছিল। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের চা বাগানে চিতার আনাগোনা লেগেই থাকে। তাসাটিতে ফের ধরা পড়ল চিতাবাঘ। স্বস্তি…

আপাতত স্বস্তি। কারণ খাঁচায় ঢুকেছে চিতা।মাদারিহাটের চা মহল্লায় উতপাত করছিল। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের চা বাগানে চিতার আনাগোনা লেগেই থাকে।

তাসাটিতে ফের ধরা পড়ল চিতাবাঘ। স্বস্তি ফিরেছে চা মহল্লায়। শনিবারের পর সোমবার ফের খাঁচাবন্দি হল চিতাবাঘ। এদিন সকালে তাসাটি ফুটবল মাঠ এলাকায় চিতাবাঘটি ধরা পড়ে‌। আরও চিতাবাঘ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা আনন্দ মাহালি জানান, বন দফতরকে আগেই খাঁচা পাতার দাবি জানানো হয়েছিল। কিন্তু তারা তা শোনেনি। তিনটি খাঁচা পাতার পর দুটি চিতাবাঘ ধরা পড়ল। আরও খাঁচা পাতার দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শনিবার রাতে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচা বন্দি হয়। এবিষয়ে, বনদফতরের মাদারিহাট সূত্রে জানানো হয়েছে পরপর দুটি চিতাবাঘ ধরা পড়েছে। সেগুলিকে পুনঃবাসন কেন্দ্রে রাখা হয়েছে। তাসাটির ঘটনার ওপর নজরদারি চলছে। সম্প্রতি, তাসাটির চা বাগান এলাকায় চিতাবাঘের হানায় এক কিশোরের মৃত্যু হয়। বাড়ি থেকে বের হয়ে জাতীয় সড়কে আসছিল কিশোর। আচমকা চা বাগান থেকে বেরিয়ে গলায় কামড়ে ধরে চিতাবাঘ। প্রতিবেশীদের নজরে পড়তেই তারা কিশোরকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বাঘের হানায় কিশোরের মৃত্যু হয়। তাতেই ভয়ার্ত গোটা এলাকা। পরপর দুটি চিতা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।