Clive Lloyd: রবার্ট ক্লাইভ নাকি ক্লাইভ লয়েড! পড়ুয়ারা উইকিতে চমকাচ্ছে, সাতগেছিয়ার প্রবীণরা অপেক্ষায়

উইকিপিডিয়া ঘেঁটে চমক পড়ুয়াদের। যার কথা ইতিহাসের পাতায় পাতায় আছে সেই রবার্ট ক্লাইভ তিনশ বছর আগের মানুষ! আর ক্লাইভ লয়েড তো স্কুলেই আসছেন। মাঝখানে ক্নাইভ…

Clive Lloyd

উইকিপিডিয়া ঘেঁটে চমক পড়ুয়াদের। যার কথা ইতিহাসের পাতায় পাতায় আছে সেই রবার্ট ক্লাইভ তিনশ বছর আগের মানুষ! আর ক্লাইভ লয়েড তো স্কুলেই আসছেন। মাঝখানে ক্নাইভ শব্দটা বড়ই বিভ্রান্তিকর। তবে পূর্ব বর্ধমানের সাতগেছিয়ার প্রবীণ তো কম নেই! আর ক্রিকেট বোদ্ধাও কম নয়। ফলে কিংবদন্তি ক্লাইভ লয়েডের নাম শুনেই বুকের ভিতর যেন হাতুড়ি পেটার আওয়াজ। সামনে লয়েড! যার রাজকীয় ক্রিকেট দাপটে বাইশগজের মাঠ-গ্যালারিতে সম্ভ্রম তৈরি হতো, সেই লয়েড! সাতগেছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে লয়েড বরণ হবে।

১২ জানুয়ারি পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনাল। সেখানেই প্রধান অতিথি লয়েড। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক তিনি। ১৯৮৩ বিশ্বকাপে এই লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই প্রথম বিশ্বকাপ জেতে কপিল দেবের নেতৃত্বে ভারত। ১৯৮৫ সালে লয়েড বিদায় নেন মাঠ থেকে। তখনকার শৈশব প্রজন্ম আজ মধ্য চল্লিশ। তাদের আগের প্রজন্ম প্রৌঢ় ও প্রবীণ। তারা মগ্ন লয়েডকে নিভে। চোখের সামনে এমন কিংবদন্তিকে দেখা সম্ভব এটা ভেবেই তারা আনন্দিত।

২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সময় কলকাতায় এসেছিলেন শেষবার। গায়ানা, লন্ডন, দুবাই হয়ে বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছান লয়েড। দীর্ঘ বিমানযাত্রার ধকলের ছাপই ছিল না বিশ্বকাপের প্রথম দুই সংস্করণের চ্যাম্পিয়নের চোখেমুখে। ১৯টি টেস্ট শতরানের মালিক লয়েড। টেস্টে সর্বাধিক রানের নিরিখে চতুর্থ সেরা ইনিংস খেলেছেন এই কলকাতাতেই।

প্রায় আট বছর পর লয়েড কলকাতায় এলেন। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সময় কলকাতায় ম্যাচ দেখেছিলেন। এবার তিনি সাতগেছিয়া উচ্চ বিদ্যালয়ের অতিথি।