ইন্ডিয়া জোটে কেন থাকব প্রশ্নই CPIM-এর বর্ধিত সভায় মূল বিতর্ক

ইন্ডিয়া জোটে তৃ়ণমূল আছে। তাহলে ওই জোটে কেন? এই প্রশ্নের জবাব দলীয় নেতা কর্মীদের আগেই দিয়েছে সিপিআইএম। বলা হয়েছে বিজেপি বিরোধিতার জন্যই জোট। রাজ্যে তৃ়নমূল…

ইন্ডিয়া জোটে তৃ়ণমূল আছে। তাহলে ওই জোটে কেন? এই প্রশ্নের জবাব দলীয় নেতা কর্মীদের আগেই দিয়েছে সিপিআইএম। বলা হয়েছে বিজেপি বিরোধিতার জন্যই জোট। রাজ্যে তৃ়নমূল ও বিজেপির সাথেই লড়াই হবে। এর পরেও ‘ভবি ভোলবার নয়’! কর্নী-সমর্থকরা এক নাগাড়ে ক্ষোভ উপরে দিচ্ছেন। আগের মতো নীরবে নেতা-বাক্য মানতে নারাজ বাম কর্মীরা। সামাজিক মাধ্যমে চলছে নেতাদের মুন্ডপাত। এর ফলে ক্যাডারভিত্তিক দল CPIM-এর অন্দরেই তীব্র ঝড় চলছে।বঙ্গ বাম খুঁজছে সমর্থকদের রোষ থেকে বাঁচার জন্য যুক্তি।

আসন্ন লোকসভা ভোটের আগে তড়িঘড়ি দলের বর্ধিত সম্মেলন (প্লেনাম) ডেকে নেতা-কর্মীদের কী বার্তা দিতে চলেছে সিপিআইএ তা নিয়েই রাজনৈতিক মহল আলোড়িত। সূত্রের খবর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা CPIM কমিটি জোট নিয়ে বেজায় ক্ষুব্ধ। আলোচনায় প্রবল বিতর্কের সম্ভাবনা। তৃণমূলের কটাক্ষ, গাঁয় মানেনা আপনি মোড়ল হাল সিপিএমের। তবে ইন্ডিয়া জোটের খাতিরে তৃ়নমূল সাবধানি। আর বিরোধী দল বিজেপির কটাক্ষ, বাম শূন্য বি়ধানসভা করা গেছে। লোকসভা ভোটের পর রাজ্যে আসনসংখ্যার নিরিখে বাম শূন্যই থাকবে।

জানা যাচ্ছে,প্লেনামে দলের রাজনৈতিক আন্দোলনের রোড ম্যাপ করে দেবে সিপিআইএম। এই নিরিখে হাওয়ায় চলছে দুদিনের বিশেষ বর্ধিত সভা।সিপি়আইএম রাজ্য সম্পাদক মহম্নদ সেলিম জানান হাওড়ার অনিল বিশ্বাস ভবনে অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলেপ সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এই অধিবেশনে। অধিবেশন চলবে ৩-৫ নভেম্বর।