Wednesday, November 29, 2023
HomeWest BengalBirbhum: বোলপুরে সশস্ত্র বাম হুমকি 'তৃ়ণমূল সাবধান', মনোনয়ন প্রত্যাহার ঘিরে সংঘর্ষ

Birbhum: বোলপুরে সশস্ত্র বাম হুমকি ‘তৃ়ণমূল সাবধান’, মনোনয়ন প্রত্যাহার ঘিরে সংঘর্ষ

বাম সমর্কদের বিক্ষোভে অবরুদ্ধ বোলপুর থেকে দুর্গাপুর যাওয়ার সড়ক। বীরভূম ও পশ্চিম বর্ধমানের মধ্যে যাতায়াত সাময়িক বিপর্যস্ত। তীর-ধনুক নিয়ে আদিবাসী বাম সমর্থকদের হুমকি ‘তৃ়ণমূল সাবধান’।

   

ফের বীরভূম উত্তপ্ত। বোলপুরের মির্জাপুর মোড়ে শতাধিক সিপিআইএম সমর্থক সড়ক অবরোধ করেন। অভিযোগ, বাম পঞ্চায়েত প্রার্থীদের মনোনয়ন তুলে নিতে হামলা করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

বাম সমর্থকদের অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিতে এসেছল তৃণমূল। বোলপুর-ইলামবাজার রাস্তায় এদিন সকাল থেকেই হামলা চলছিল। বন্দুক দেখিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে বলা হয় মনোনয়ন প্রত্যাহার না করলে গুলি করা হবে। হামলাকারীদের রুখতে আদিবাসী মানুষজন তীর-ধনুক নিয়ে অবরোধে সামিল হন।এর পর শুরু হয় প্রত্যাঘাত জানিয়েছে বীরভূম জেলা সিপিআইএম।

Latest News