weather update in Bengal: উচ্চ্চাপ সরলেই ফিরবে হিমেল হাওয়া

bengal-winter

নিউজ ডেস্ক, কলকাতা: শীতের (weather) অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। মাঝে মাঝে উঁকি দিয়েই এই পালাচ্ছে। অদ্ভুত লুকোচুরি খেলা চলছে। সৌজন্যে একের পর এক নিম্নচাপ। পারদ উঠছে নামছে নয়। এতটাই বেড়ে যাচ্ছে যে মানুষকে বাধ্য হয়ে পাখা চালাতে হচ্ছে।

Advertisements

এখন আবার হাজির হয়েছে উচ্চচাপ বলয়। কোনও না কোনও সিস্টেম এসে বাংলার শীতের পথকে আটকে দিচ্ছে। এই পরিস্থিতি আগামী দিন দুই তিনেক থাকবে। তারপর মিলতে পারে শীতের আমেজ। বলা যেতে পারে সিস্টেম কার্যকরিতা হারালে তবেই নামবে পারদ।

হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে সাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্র বাতাস ঢুকে পড়ছে রাজ্যে। আর তাতেই শীতল আবহাওয়া হারিয়ে যাচ্ছে। এমনকি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিস্টেম কাটলে নামবে পারদ। তবে জাঁকিয়ে শীত পড়তে নিয়মমাফিক মাঝ ডিসেম্বর, যা রাজ্যের আবহাওয়া অনুযায়ী স্বাভাবিক।

Kolkata Winter

এদিকে উচ্চ্চাপ বলয় উত্তর – পশ্চিমী বায়ুকে আটকে দিয়েছে। বেড়েছে গরম। তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিনবঙ্গের। হেমন্তের ঠান্ডা ভাব পেরিয়ে হাজির গরম। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর, হুগলী, নদিয়ায়। হালকা বৃষ্টি হবে, তবে বেশি সমস্যা তৈরি করবে অস্বস্তিকর আবহাওয়া। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisements

এই সপ্তাহের শেষে দিকে ফের শীতের অনুভূতি মিলতে পারে। তবে আপাতত জমিয়ে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই প্রচুর পরিমাণে গরম বাতাস ঢুকে পড়ছে রাজ্যে।

এর ফলেই স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ। বুধবার থেকে তা কমতে পারে।

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উচ্চচাপের প্রভাবে বৃষ্টি হলেও তা বিশেষ ভাবে কপালে ভাঁজ ফেলার মতো নয়। বরং বৃষ্টির হাত ধরে শীতের প্রবেশ ঘটতে পারে। এক লাফে পারদ পতনেরও সম্ভাবনা রয়েছে।