West Bengal Weather: নিম্নচাপ সরলেও এখনই কাটছে না দুর্যোগ, পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!

পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত। এই কারণে শনিবার সারা রাত বৃষ্টি হয়ে সারা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলির নীচু এলাকায় জমেছে জল। উত্তরবঙ্গের…

পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত। এই কারণে শনিবার সারা রাত বৃষ্টি হয়ে সারা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলির নীচু এলাকায় জমেছে জল। উত্তরবঙ্গের পাহাড় এবং সমতল দুটি যেতেই বাড়ছে বৃষ্টির পরিমান। আশংকা করা হচ্ছে যে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় দুর্যোগের পরিস্থিতি তৈরী হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন যে আগামী সাত দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি। তিনি যোগ করেছেন যে, যে বৃষ্টির নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পরিবেশ তৈরী করেছিল তা রবিবার কমবার সম্ভনা রয়েছে কারণ এবার দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে যাচ্ছে নিম্নচাপ। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমান আরও কমবে বলে জানিয়েছেন তিনি। তবে মঙ্গলবার থেকে ফিরবে ভারী বর্ষণ। বুধবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। পার্বত্য অঞ্চলে দুর্যোগের পরিবেশ সৃষ্টি হতে পারে রবিবার থেকে মঙ্গবার পর্যন্ত।

   

রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ সোমবার এই জেলাগুলির ক্ষেত্রে কোনও সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দফতর । মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে । মঙ্গলবার পশ্চিমবঙ্গের শহুরে এলাকায় ভারী ও অতি ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমায় যানজটের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দফতর জানিয়েছে যে সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। সেগুলি হল দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। সোমবার এটি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ওই দিনেই ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এখানেই শেষ নয়, মঙ্গলবারেও প্রবল বৃষ্টির পরিবেশ সৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে চলবে ভারী বৃষ্টি।

আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে যে উত্তরবঙ্গের পার্বত্য জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে তৈরী হতে পারে ধসের পরিস্থিতি। পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতাও কমবে বলে জানিয়েছে তারা। এছাড়াও সতর্কতা রয়েছে নদীর জলস্তর বাড়া নিয়ে । নিচু এলাকা প্লাবিত হওয়া নিয়েও সতর্ক করেছেন তারা।

গত ২৪ ঘণ্টায় ২৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে । রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। রবিবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং ২৬ ডিগ্রির আশেপাশে।