
কুন্তল (Kuntal Ghosh) নাম বলে দিয়েছে ! এমনই আতঙ্ক তাড়া করছে হেভিওয়েট কয়েকজনকে (Tension in the TMC)। কার নাম বলেছে কুন্তল ঘোষ? এই প্রশ্ন শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে। এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তকারীদের ইঙ্গিত জেরার চোটে ভেঙে পড়ছে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ।
নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষকে বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেল থেকে ব্যাঙ্কশাল আদালতে আনা হয়। এই সময় অভিষেকের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে এমনই জানায় কুন্তল ঘোষ। কেন্দ্রীয় সংস্থা আমাদের হেনস্থা করছে, এবং আমাদের নাম বলানোর চেষ্টা করছে।
কুন্তল ঘোষের অভিযোগ, অভিষেকের নাম বলানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ দিচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তলের এই মন্তব্যে আলোড়িত রাজ্য। কুন্তল ঘোষের এমন দাবির পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন আসল নাম বলে দিয়েছে সে। নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ঢাল বানিয়ে দাবি করছে, নাম বলানোর চেষ্টা করা হচ্ছে।
বুধবার শহিদ মিনারে তৃণমূল ছাত্র যুব জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মদনদা জেলে ছিলেন। কুণাল ঘোষও জেলে ছিলেন। এঁদের বলা হয়েছিল, আমার নাম নিলেই ছেড়ে দেবে। আমার জন্য আলাদা আইন করার দরকার নেই। যদি প্রমাণ করতে পারেন আমি কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, তা হলে যাই হোক না কেন, যে ইস্যুতেই হোক না কেন এই শহিদ মিনারেই ফাঁসির মঞ্চকে বরণ করে নেব।
অভিষেকের এমন মন্তব্যের পরেই কুন্তল ঘোষের দাবি, চাপ দিয়ে নাম বনানো হচ্ছে। কুন্তল বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। কারণ, এজেন্সিরা ভয় দেখিয়ে আমাদের কাছে থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে। কিন্তু আমরা মা মাটি মানুষের আদর্শের দলের লোক। আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না।










