Tapan Kandu: বিজেপি, কংগ্রেস, বামেরা নীরব কেন? প্রশ্ন তুললেন কুণাল

পুরুলিয়ার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন নিয়ে ফের একবার আসরে নামলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্য পুলিসের সিটের মতোই সিবিআইও জানিয়ে দেয় যে জমি এবং পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।

Advertisements

এরপরেই কুণাল ঘোষ টুইট করেন, সিবিআই-এর অভিযোগপত্রে আরও প্রমাণ করা হয়েছে যে তপন কান্ডুকে (পুরুলিয়া) হত্যা করা পারিবারিক বিবাদের ফল। কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। রাজ্য পুলিশও সে কথা জানিয়েছে। তাহলে এর মধ্যে নতুন বিষয় কী? বিজেপি, কংগ্রেস, বাম এবং সংশ্লিষ্ট অন্যান্যরা এখন নীরব কেন?

Advertisements

উল্লেখ্য, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু মামলায় ১৩ জুন চার্জশিট দাখিল করেছে সিবিআই। ৪৭ পাতার ওই চার্জশিটে এই হত্যা কারণ হিসেবে পারিবারিক বিবাদের দিকেই ইঙ্গিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হত্যার পিছনে তপন কান্দু এবং তাঁর দাদা নরেন কান্দুর পারিবারিক বৈরিতা এবং রাজনৈতিক রেষারেষির উল্লেখ রয়েছে।