Nandigram: নন্দীগ্রামে তৃণমূল অফিস ঘিরে বিক্ষোভের মুখে কুণাল ঘোষ

Nandigram Kunal ghosh

তৃণমূলের দুপক্ষ মুখোমুখি। তীব্র উত্তেজনা নন্দীগ্রামে। দলীয় দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ সামলাতে তড়িঘড়ি নন্দীগ্রাম গিয়ে বিপাকে কুণাল ঘোষ। দলেরই মুখপাত্রকে ঘিরে বিক্ষোভ আরও বাড়ল। প্রার্থী বাছাই ঘিরে দলীয় গোষ্ঠিবাজিতে নন্দীগ্রামের তৃণমূল কার্যালয়ে পড়েছে তালা। এর জেরে উত্তেজনা চরমে।

Advertisements

Nandigram

   

পঞ্চায়েতে ভোটের আগেই রাজ্যের অন্যতম আলোচিত এলাকা নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে পরাজিত হয়েছিলেন। মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। তাকে প্রার্থী করার পর দলীয় দফতরে পড়ল তালা।

Advertisements

Nandigram

জানা গিয়েছে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বাছাই পরীক্ষায় কম ভোট পাওয়া শেখ সুৃফিয়ানকেই প্রার্থী করা কেন হলো এই বিতর্ক চলছে। এর জেরে পার্টি অফিসে তালা দেন সুফিয়ানের বিরোধী গোষ্ঠি।