একাধিক টিএমসি বিধায়ক-মন্ত্রী কংগ্রেসে ফিরতে চান: কৌস্তভ

সাগরদিঘির উপনির্বাচনের পর রাজ্যে হাওয়া বদল হতে শুরু করেছে। একথা রাজনৈতিক মহলে ঘোরার পরেই পালাবদলের সুর তুললেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি (Koustav Bagchi)৷ নিজের নয় দাবি করলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও তৃণমূলের সাংসদরা দলবদলের জন্য ইচ্ছেপ্রকাশ করেছেন৷

Kaustav Bagchi, Congress leader from West Bengal

সাগরদিঘির উপনির্বাচনের পর রাজ্যে হাওয়া বদল হতে শুরু করেছে। একথা রাজনৈতিক মহলে ঘোরার পরেই পালাবদলের সুর তুললেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি (Koustav Bagchi)৷ নিজের নয় দাবি করলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও তৃণমূলের সাংসদরা দলবদলের জন্য ইচ্ছেপ্রকাশ করেছেন৷ তাঁরা কংগ্রেসে আসতে চান৷ এমনটাই দাবি করেছেন তিনি।

মালদহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রদেশ কংগ্রেসের এক বর্ষীয়ান নেতার সঙ্গে অনেকেই কথা বলছেন৷ তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দুই জন মন্ত্রী নয়, দুই জন সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়ক যোগদানের জন্য ইচ্ছেপ্রকাশ করেছেন। আগামী দিনে এটা মহীরুহর আকার নেবে৷ এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে জানানো হয়নি৷ তিনিই এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷

রাজ্যজুড়ে দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে জনমত গড়তে শুরু করেছে৷ এনিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চাও হয়েছে৷ উদাহরণ হিসেবে সাগরদিঘির উপনির্বাচনে শাসক দলের হারের কথা উল্লেখ করছেন অনেকেই। প্রায় ৫০ হাজার ভোটে বিধানসভায় জয়ের পর কেন উপনির্বাচনে হার হল? তা নিয়ে আত্মসমালোচনা করছে তৃণমূল৷ তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনের আয়ে জেলায় জেলায় নেতাদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে। যা বিরোধীদের পালে হাওয়া দিয়েছে৷

বিধানসভা নির্বাচনের আগে ও পরে অনেকেই তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপি থেকে তৃণমূলে যাতায়ত করেছিল৷ এখন কংগ্রেস রাজ্যে এক্স ফ্যাক্টর হিসেবে অবতীর্ণ হতেই যোগদানের ইচ্ছেপ্রকাশ করছেন অনেকেই। এর মধ্যে কৌস্তভের বক্তব্য সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে৷